<p><strong>নয়াদিল্লি :</strong> সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্ততপক্ষে চার বার ফোনে কথা বলার চেষ্টা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, প্রধানমন্ত্রী মোদি কথা বলতে চাননি, এমনই খবর প্রকাশিত হয়েছে জার্মান সংবাদপত্র Frankfurter Allgemeine-এ। এটা "তাঁর (মোদির) চরম রাগ, একইসঙ্গে সতর্কতার" কারণ হতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন <a title="ব্রাজিল" href="https://ift.tt/oDSmBOA" data-type="interlinkingkeywords">ব্রাজিল</a> ছাড়া ভারতের উপর সবথেকে বেশি শুল্ক চাপিয়েছে। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্কের ঘোষণা করেছেন তিনি। ট্রাম্প এভাবে ভারতকে টার্গেট করায়, গত ২৫ বছর ধরে ভারত-আমেরিকার সম্পর্কে যে দৃঢ়তা তৈরি হচ্ছিল, তা ধাক্কা খেয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনায় নয়াদিল্লির উপর জরিমানাও চাপিয়েছে DC। </p> <p>সংশ্লিষ্ট সংবাদপত্রের প্রতিবেদনের কপি শেয়ার করে বার্লিনের গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা এবং অধিকর্তা থর্স্টেন বেনার X-এ পোস্ট করেছেন, "FAZ দাবি করেছে যে ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহে মোদিকে চারবার ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু মোদি ফোন প্রত্যাখ্যান করেছেন।" FAZ অর্থাৎ, Frankfurter Allgemeine Zeitung। জার্মানে Zeitung শব্দের অর্থ- খবরের কাগজ। </p> <p>গত ৩১ জুলাই, ট্রাম্প মন্তব্য করেছিলেন, "ভারত রাশিয়ার সঙ্গে কী করবে তা নিয়ে আমার কোনও মাথাব্য়থা নেই। ওরা একসঙ্গে ওদের মৃত অর্থনীতিকে আরও নীচে নিয়ে যেতে পারে।" ট্রাম্পের এহেন মন্তব্যের পাল্টা জবাব দিয়েছিলেন মোদি। ভারত বিশ্বের সেরা তিন অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে বলে গত ১০ অগাস্ট মন্তব্য করেন প্রধানমন্ত্রী। FAZ-র বক্তব্য, "মোদি যে ক্ষুব্ধ", এটাই তার লক্ষণ।</p> <p>গত কয়েক মাসে বার বার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। পাকিস্তান তাঁর সেই দাবিতে সিলমোহর দিলেও, ভারতের নরেন্দ্র মোদি সরকার বরাবর তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে। পাকিস্তানের তরফে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয় এবং ভারত তা গ্রহণ করে বলে দাবি দিল্লির। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারতের উপর ৫০ শতাংশ ‘শুল্ক শাস্তি’ চাপিয়েছেন ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতকে শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। বৃহস্পতিবার মধ্যরাত থেকে চড়া শুল্ক কার্যকর হওয়ার কথা। সম্প্রতিও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতে মোট সাতটি বিমান নামানো হয় বলে দাবি করেছেন তিনি। এর আগে যদিও পাঁচটি বিমানের কথা বলেছিলেন ট্রাম্প।</p>
from india https://ift.tt/uoUJTN3
via IFTTT
0 Comments