Jammu And Kashmir: জম্মুর কিশতোয়ারে সেনা-জঙ্গি গুলির লড়াই, পাশপাশি কুলগামের জঙ্গলে এখনও চলছে অপারেশন আখাল

<p>Jammu And Kashmir: জম্মুর কিশতোয়ারে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে। গোপন সূত্রে খবর পেয়ে, আজ সকাল থেকে ডাল এলাকায় অভিযান শুরু করে ভারতীয় সেনা। ডালের বসতি এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় সেনা জওয়ানরা। অভিযান শুরু হতেই পাল্টা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এখনও দু'পক্ষের গুলির লড়াই চলছে। এবছরের পহেলগাঁও হামলা এবং তারপর অপারেশন সিঁদুরে ভারতের দেওয়া জবাব- বর্তমানে উপত্যকায় অত্যন্ত তৎপর নিরাপত্তাবাহিনী। গোপন জঙ্গি ঘাঁটি খুঁজে সেগুলি ধ্বংস করতে চলছে চিরুনি তল্লাশি। লুকিয়ে থাকা জঙ্গিদেরও নিকেষ করার প্রক্রিয়া চলছে।&nbsp;</p> <p>এর আগে অপারেশন মহাদেব- এ শ্রীনগরের কাছে দাচিগাম এলাকায় ৩ জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তাবাহিনী। তাদের মধ্যে ২ জঙ্গি পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল। এরা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য বলেও জানা গিয়েছে। এই অভিযানের আগে হয়েছিল অপারেশন শিবশক্তি। এই অভিযানেও ২ জঙ্গিকে নিকেষ করেছিল নিরাপত্তাবাহিনী। পহেলগাঁও হামলার পর থেকে উপত্যকায় জঙ্গি দমনে আরও বেশি করে তৎপর হয়েছে নিরাপত্তাবাহিনী। জম্মু ও কাশ্মীর পুলিশের সহায়তায় একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে তারা।&nbsp;&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en"><a href="https://twitter.com/hashtag/WhiteKnightCorps?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WhiteKnightCorps</a><br /><br />Contact with <a href="https://twitter.com/hashtag/Terrorists?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Terrorists</a><br /><br />Alert Indian Army troops while carrying out an intelligence based operation have established contact with terrorists in general area of Dul in Kishtwar in early hours of 10 Aug 2025. Gunfire exchanged. Operation under progress.<a href="https://twitter.com/adgpi?ref_src=twsrc%5Etfw">@adgpi</a>&hellip; <a href="https://t.co/KOUpa208MN">pic.twitter.com/KOUpa208MN</a></p> &mdash; White Knight Corps (@Whiteknight_IA) <a href="https://twitter.com/Whiteknight_IA/status/1954368039711068176?ref_src=twsrc%5Etfw">August 10, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>পাশপাশি কুলগামের জঙ্গলে এখনও চলছে অপারেশন আখাল। ১০ দিনের অপারেশনে এখনও পর্যন্ত ১জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ জেনা জওয়ানের, ৪ জন জওয়ান হাসপাতালে ভর্তি। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বায়ু সেনার রুদ্র হেলিকপ্টার, ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি, জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে প্যারা কমান্ডো।&nbsp;</p> <p>গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় নৃশংস হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ২৬ জনের। তাঁদের মধ্যে ২৫ জন নিরীহ পর্যটক। আর একজন স্থানীয় টাট্টু ঘোড়ার চালক। নিজের ঘোড়ায় চড়িয়ে পর্যটকদের 'মিনি সুইৎজারল্যান্ড' ঘোরাতে নিয়ে গিয়েছিলেন ওই যুবক। সেখানে জঙ্গিদের হামলা থেকে পর্যটকদের প্রাণ বাঁচাতে গিয়েই নিজের প্রাণ খোয়াতে হয় তাঁকে। জঙ্গিরা বেছে বেছে হিন্দু পুরুষদের টার্গেট করে মাথায় গুলি করে খুন করেছিল। তবে এই জঙ্গি হামলার কড়া জবাব দেয় ভারত। জোরদার প্রত্যাঘাত করা হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ভূখণ্ডে। অপারেশন সিঁদুরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি জঙ্গি ঘাঁটি।&nbsp;</p>

from india https://ift.tt/XHGiSum
via IFTTT

Post a Comment

0 Comments

Mahua On Modi: 'মোদির অহংয়ের কাছে চাপা পড়ে গেল ভয়াবহ দুর্ঘটনার ট্র্যাজেডি..', এক্স পোস্টে বিস্ফোরক মহুয়া মৈত্র