<p><strong>নয়াদিল্লি:</strong> 'বান্ধবীর বাড়ি যাওয়ার সময় কিশোরীর উপর চড়াও হয়েছিল ৩ দুষ্কৃতী', ১৯ জুলাই পুরীতে কিশোরীকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ প্রকাশ্যে আসে। অবশেষে ১৫দিনের লড়াই শেষে, দিল্লি এইমসে পুরীর কিশোরীর মৃত্যু হয়েছে। জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এদিকে পুরীর কিশোরীর মৃত্যুতে এবার চাঞ্চল্যকর মোড়। মৃত কিশোরীর বাবার দাবি করেছেন, 'ডিপ্রেশানে আত্মীঘাতী কিশোরী। মৃত্যু ঘটনা নিয়ে রাজনীতি করবেন না।' !</p> <p>[yt]https://youtu.be/QpPSFqPU_8Q?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="লেকটাউনে বেহাল রাস্তায় কলা গাছ পুঁতে প্রতিবাদ BJP-র, 'আমাদের পাড়া, আমাদের সমাধান করবে কে ? '" href="https://ift.tt/W0w7dDF" target="_self">লেকটাউনে বেহাল রাস্তায় কলা গাছ পুঁতে প্রতিবাদ BJP-র, 'আমাদের পাড়া, আমাদের সমাধান করবে কে ? '</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p> <p> </p>
from india https://ift.tt/UEOIutl
via IFTTT
0 Comments