<p><strong>সুকান্ত মুখোপাধ্য়ায়, সৌমিত্র রায় ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা:</strong> গতবছর ৯ অগাস্টের সকালে, আরজি কর মে়ডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় নিহত চিকিৎসকের দেহ। ঠিক একসপ্তাহ পর এক বছর পূর্ণ হবে সেই বিভীষিকাময় সকালের। ওই দিনেই 'অরাজনৈতিক নবান্ন অভিযান'-এর ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। সেই অভিযানে যোগ দিতে আমন্ত্রণ জানানোর জন্য় শনিবার সল্টলেকের বিজেপি দফতরে যান নিহত চিকিৎসকের মা-বাবা। তবে, তৃণমূলকে আহ্বান জানাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তাঁরা। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। </p> <p><strong> </strong>[yt]https://youtu.be/7uPXLpkev2E?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="তালিকায় অস্তিত্বহীন ভোটার ! কমিশনের তলবের মুখে নন্দকুমার ও রাজারহাট-গোপালপুরের ২ ERO" href="https://ift.tt/AGOZrQg" target="_self">তালিকায় অস্তিত্বহীন ভোটার ! কমিশনের তলবের মুখে নন্দকুমার ও রাজারহাট-গোপালপুরের ২ ERO</a></p> <p>ঠিক এক সপ্তাহ পর আগামী শনিবার এক বছর পূর্ণ হবে সেই বিভীষিকাময় সকালের। গতবছর ৯ অগাস্টের সকালেই, আরজি কর মে়ডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় নিহত চিকিৎসকের দেহ। কর্তব্যরত চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা রাজ্য-দেশের সীমানা ছাড়িয়ে আলোড়ন ফেলে দেয় বিশ্ব। ওই দিনেই ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামছেন নিহত চিকিৎসকের মা-বাবা। ৯ অগাস্ট ডাক দিয়েছেন 'অরাজনৈতিক নবান্ন অভিযান'-এর।</p> <p>সেই অভিযানে যোগ দিতে আমন্ত্রণ জানাতে শনিবার সল্টলেকের বিজেপি দফতরে যান নিহত চিকিৎসকের মা-বাবা। নিহত চিকিৎসকের বাবা বলেন, সমস্ত রাজনৈতিক দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এখানে বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে দেখার জন্য এসেছিলাম এবং ৯ তারিখে যাতে নবান্ন অভিযানটা সুষ্ঠুভাবে হয়,সেইজন্য ওঁর সঙ্গে কথাবার্তা হল এবং আমরা মেয়ের বিচার<br />যাতে সহজেই পাই, যাতে ওঁদের থেকেও সহযোগিতা পাই সেই ব্য়াপারটাও আলোচনা হল। </p> <p><strong>প্রশ্ন:</strong> উনি কী বললেন? কী আশ্বাস দিলেন, যাবেন? </p> <p><strong>নিহত চিকিৎসকের বাবা :</strong> সবাই তো আমাদের আশ্বাস দিচ্ছেন দেখা যাক আমরাও লড়াই চালিয়ে যাব। </p> <p><strong>প্রশ্ন:</strong> শাসকদল তৃণমূল, তাকেও কি আহ্বান জানাবেন? </p> <p><strong>নিহত চিকিৎসকের বাবা :</strong> না। কারণ ওঁদের যে রাজনীতির যে স্ট্র্য়াটেজি সেটাই আমাদের ভাল লাগে না। ওঁদের ঘৃণা করি জাস্ট।আর কিচ্ছু নয়। </p> <p> তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'এই সমস্ত নিয়ে রাজনীতি করবেন না। আমাদের আপনাদের প্রতি সম্মান আছে। এভাবে পার্টি অফিসে ঘুরবেন না।'এদিন, SUCI-এর দফতরেও যান নিহত চিকিৎসকের মা -বাবা। SUCI রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, অরাজনৈতিক বললেও সেখানে <a title="শুভেন্দু অধিকারী" href="https://ift.tt/Dza9Swi" data-type="interlinkingkeywords">শুভেন্দু অধিকারী</a> থাকবেন। WBJDF কর্মসূচির আন্দোলনে থাকব। ' নিহত চিকিৎসকের বাবা বলেন, আমরা বলতে চাই যেখানে বিরোধী দলনেতা থাকবে না। সেখানে আসুন। রাতদখলে থাকব। ' ৯ অগাস্ট 'অরাজনৈতিক নবান্ন অভিযান'-এ যোগ দেওয়ার জন্য সংগ্রামী যৌথ মঞ্চকেও আহ্বান জানিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। </p>
from india https://ift.tt/wiFI9DC
via IFTTT
0 Comments