Nepal News Update: 'চিনের একটা খেলা তো চলছেই, ভারত সরকারের উচিত...', নেপালের টেনশন টের পাওয়া যাচ্ছে শিলিগুড়িতে পা রাখলেই !

<p><strong>সনৎ ঝা, সত্যজিৎ বৈদ্য ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা :</strong> ভারতের সঙ্গে নেপালের মুক্ত সীমান্ত। সেখানে কোনও কাঁটাতার নেই। এখন নেপালের উত্তাল পরিস্থিতিতে, সেদেশ থেকে জঙ্গিরা ভারতে ঢুকে পড়লে তা যথেষ্ট উদ্বেগের হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে, এরাজ্য়ের উত্তরে শিলিগুড়িতে পা রাখলেই, নেপালের টেনশন টের পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ৩ দিন ধরে বন্ধ ভারত-নেপাল সীমান্ত পারাপার।&nbsp;</p> <p>গণবিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল। আর তার আঁচ এসে পড়েছে এপারেও। এরাজ্য়ের উত্তরে শিলিগুড়িতে পা রাখলেই, ওপারের টেনশন টের পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ৩ দিন ধরে বন্ধ ভারত-নেপাল সীমান্ত পারাপার। ওপারে কাঁকরভিটা, বীরতা মোড়ে জ্বলছে অশান্তির আগুন। কাঠমাণ্ডু ফেরত হাওড়ার বাসিন্দা মলয় দত্ত বলেন, "আমি গেছিলাম কাঠমাণ্ডু। ওখানে অবস্থা প্রচুর খারাপ। প্রচণ্ড খারাপ। মিছিল আছে। গোলাগুলি চলছে। ইটবৃষ্টি হচ্ছে ওখানে তো রাস্তায় কার্ফু চলছে। র&zwj;্যাফ আছে। প্রচুর আতঙ্ক হচ্ছিল। ভয় ছিল মনে কী করে আসব বাড়ি।"&nbsp;</p> <p>নেপালের সঙ্গে ভারতের সীমান্ত দেড় হাজার কিলোমিটারের কিছু বেশি। এর মধ্য়ে পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের প্রায় ১০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের সঙ্গে ৫৫১ কিলোমিটার, উত্তরাখণ্ডের সঙ্গে ২৭৫ কিলোমিটার, বিহারের সঙ্গে ৭২৬ কিলোমিটার এবং সিকিমের সঙ্গে ৯৯ কিলোমিটার সীমান্ত রয়েছে নেপালের। ভারতের সঙ্গে নেপালের মুক্ত সীমান্ত। সেখানে কোনও কাঁটাতার নেই। দুই দেশের মধ্যে যাতায়াত করতে কোনও পাসপোর্ট-ভিসারও প্রয়োজন হয় না। বিশেষজ্ঞদের মতে, এই প্রেক্ষিতে নেপালের উথালপাথাল পরিস্থিতির জেরে সেখান থেকে লোকজন, ভারতে ঢুকতে শুরু করলে তা ভারতের জন্য় খুব একটা স্বস্তির হবে না। লখিমপুরের এক বাসিন্দা বলেন, "ওখানের অবস্থা খুবই খারাপ। সব জায়গায় আগুন। পুলিশ-প্রশাসন সবাই পালিয়ে যাচ্ছে।"</p> <p>এ প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমনকল্যাণ লাহিড়ি বলেন, "নেপালের যে বর্ডার সেখানে পাকিস্তানি এসটাবলিশমেন্ট খুব শক্তিশালী হয়ে উঠছিল। নেপালের মাটিতে দীর্ঘ কয়েক বছর ধরে চাইনিজ লার্নিং স্কুল, উইচ্যাটের মতো যে সফ্টওয়্যারগুলো ব্যবহার করা যায় কমিউনিকেশনসের ক্ষেত্রে, যেটা নেপাল সরকার এখনও নিষিদ্ধ করেনি, নেপাল একটা বাফার স্<a title="টেট" href="https://ift.tt/NpaGyMS" data-type="interlinkingkeywords">টেট</a>, উপর থেকে চিন আছে। কোনও সি এক্সটি নেই। এই পরিস্থিতি খুব সূক্ষ্মভাবে এবং খুব শান্তভাবে মেটাতে হবে ভারত সরকারকে।"&nbsp;</p> <p>ভারতের দুশ্চিন্তার আরেকটা বড় কারণ রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে দেখা গেছে, ভারতে হামলা চালানোর জন্য়, পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীগুলো বারবার নেপালকে কাজে লাগিয়েছে। ১৯৯৯ সালে কাঠমাণ্ডু থেকে নয়াদিল্লি যাওয়ার পথে হাইজ্যাক করা হয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট আইসি-৮১৪...। নেপাল থেকে বারবার গ্রেফতার হয়েছে কুখ্য়াত জঙ্গিরা। ২০১৩ সালে ভারত-নেপাল সীমান্ত থেকে ধরা পড়ে লস্কর জঙ্গি আবদুল করিম টুন্ডা। ভারতে অন্তত ৪০টি বোমা হামলার সঙ্গে যুক্ত ছিল এই জঙ্গি। ইন্ডিয়ান মুজাহিদিনের সহ-প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলকেও ২০১৩ সালে গ্রেফতার করেছিল নেপালের পুলিশ। ভারতে জাল নোট ঢোকাতেও পাকিস্তান বারবার এই নেপালের রুটকে কাজে লাগিয়েছে।&nbsp;</p> <p>ব্রিগেডিয়ার দেবাশিস দাস (অবসরপ্রাপ্ত) বলেন, "ভারত সরকারের উচিত অর্থনৈতিকভাবে-রাজনৈতিকভাবে নেপালের পাশে দাঁড়ানো এই সময়। নিজের সুরক্ষাটাও দেখার জন্য। কারণ, চিনের একটা খেলা তো চলছেই। দক্ষিণ-এশিয়ায় একটা বৃহত্তর শক্তির পরিচয় আমরা পাচ্ছি বারবার সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে।" ইতিমধ্য়ে অনুপ্রবেশ আটকাতে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে, শিলিগুড়ি থেকে কাঠমাণ্ডু পর্যন্ত সপ্তাহে ২টি করে বাস চালাত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা NBSTC। আপাতত সেই পরিষেবা স্থগিত করা হয়েছে।&nbsp;</p>

from india https://ift.tt/VpuHogk
via IFTTT

Post a Comment

0 Comments

Nepal News Update: 'চিনের একটা খেলা তো চলছেই, ভারত সরকারের উচিত...', নেপালের টেনশন টের পাওয়া যাচ্ছে শিলিগুড়িতে পা রাখলেই !