<p><strong>নয়াদিল্লি :</strong> খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া লোকদের দাবি এবং আপত্তি দাখিলে সহায়তা করার ক্ষেত্রে নিষ্ক্রিয়তার জন্য বিহারের রাজনৈতিক দলগুলিকে তীব্র সমালোচনা করল <a title="সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/NkimSpO" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a> । বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে দুই বিচারপতির বেঞ্চ ১২টি রাজনৈতিক দলকে শুক্রবার নির্দেশ দিয়েছে যে, তারা যেন দলীয় কর্মীদের ECI-এর তালিকাভুক্ত ১১টি নথির যে কোনো একটি দিয়ে বা আধার কার্ড দিয়ে অভিযোগ দায়ের করতে সহায়তা করার নির্দেশ দেয়। বিচারপতি সূর্য কান্ত বলেন, "বিহারের ১২টি রাজনৈতিক দল দলীয় কর্মীদের নির্দিষ্ট নির্দেশনা জারি করবে যাতে তারা ফর্ম ৬-এ থাকা ১১টি নথির যে কোনও একটা বা আধার কার্ডের সঙ্গে প্রয়োজনীয় রিক্যুইজিট ফর্ম পূরণ করে জমা দিতে সাহায্য করে।" ভোটমুখী বিহারে ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন বা SIR পরিচালনা করছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে যে,বিহারে বিভিন্ন রাজনৈতিক দলের ১.৬৮ লক্ষ বুথ লেভেল এজেন্ট রয়েছে, তার মধ্যে থেকে মাত্র দুটি আপত্তি জমা পড়েছে। তার ভিত্তিতে এই নির্দেশ জারি করেছে শীর্ষ আদালত।</p> <p> </p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Supreme Court expresses surprise over political parties' inaction in not coming forward with the correction of names of deleted voters in the Special Intensive Revision (SIR) exercise in poll-bound Bihar. <br /><br />Supreme Court takes note of ECI’s submission that 85,000 new voters have… <a href="https://t.co/EsF7XQfBgA">pic.twitter.com/EsF7XQfBgA</a></p> — ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1958805258508853368?ref_src=twsrc%5Etfw">August 22, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>SIR ইস্যুতে তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। তারা দাবি করেছে যে, SIR লক্ষ লক্ষ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে। এ প্রসঙ্গে উল্লেখ্য, ১ অগাস্ট ECI কর্তৃক প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। বেশ কয়েকটি বিরোধী দল সংখ্যায় বড় ধরনের অনিয়মের দাবি করেছে, দাবি করেছে যে বেশ কয়েকজন জীবিতকে খসড়া তালিকায় মৃত ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে এদিন শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তা দেখে আমরা অবাক। বিএলএ (বুথ লেভেল এজেন্ট) নিয়োগের পর, ওরা কী করছে ? স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কেন রয়েছে ? ভোটারদের অবশ্যই সাহায্য করতে হবে রাজনৈতিক দলগুলিকে। সকল রাজনৈতিক দলের বিএলএ-দের খসড়া তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া ৬৫ লক্ষ ব্যক্তি কী সুবিধাপ্রাপ্ত, মৃত, নাকি স্বেচ্ছায় তাঁদের বাসস্থান স্থানান্তরিত করেছেন তা পরীক্ষা করে দেখা উচিত।"</p>
from india https://ift.tt/vrX8R6g
via IFTTT
0 Comments