<p>দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে নবমবার <a title="এশিয়া কাপ" href="https://ift.tt/RIBPwZd" data-type="interlinkingkeywords">এশিয়া কাপ</a>-জয়ী হয়েছে ভারত। টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে বিরল হ্যাটট্রিক করে ট্রফি জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে তিনবারের সাক্ষাতে তিনবারই জিতেছে ভারত। আর এরপরই চরম হতাশা দেখা দিয়েছে পাকিস্তানি ফ্যানদের মধ্যে। সোশাল মিডিয়ায় তাঁদের ক্ষোভ-হতাশা উপচে পড়ছে। পাকিস্তানি সমর্থকরা তাঁদের দলের চরম সমালোচনা শুরু করেছেন। ইউটিউবার এবং মিডিয়া চ্যানেলগুলিতে ভক্তদের প্রতিক্রিয়ার ক্লিপ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। </p> <p>ক্ষুব্ধ এক ফ্যান বলছেন, "যদি গোটা পাকিস্তান ভারতের বিরুদ্ধে জিততে চায়, আমরা পারব না...ভারত আমাদের বাপ ছিল, আমাদের বাপই থাকবে। একটা প্রজন্ম ওদের হারাতে পারবে না। আমরা ওদের জুতোরও সমান নই। ওরা আমাদের সঙ্গে হাত না মিলিয়ে সঠিক কাজ করেছে।" অপর এক ফ্যানের কথায়, "আমাদের বারবার হতাশ করা হচ্ছে। এটা তৃতীয় ম্যাচ ছিল। আজ আমাদের কিছুটা আশা ছিল, কিন্তু কোনও সন্দেহই নেই যে <a title="ভারতীয় দল" href="https://ift.tt/8nZlcP0" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a> খুব শক্তিশালী।" অপর এক ফ্যান হ্যারিস রউফের প্ররোচনামূলক অঙ্গভঙ্গির প্রতিবাদ জানিয়েছেন। বলেছেন, "আমরা পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে খুব হতাশ। ফারহান সাহেবজাদা এবং ফখর জামানকে নিয়ে পাকিস্তান যেভাবে ব্যাটিং শুরু করেছিল, তাতে পাকিস্তানের শুরুটা ভাল হয়েছিল, কিন্তু তারপর আউট উইকেটগুলো যুদ্ধবিমানের মতো একে একে পড়তে শুরু করে, যা আমাদের হৃদয় ভেঙে টুকরো টুকরো করে দেয়।"</p> <p>খেলার মাঠে বরাবরই চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ। এশিয়া কাপের ফাইনালে এমনিতেই উত্তপ্ত ছিল দুই দেশের আবহ। কারণ, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার পাল্টা হিসাবে ভারতে অপারেশন সিঁদুরের পর এই প্রথম খেলার মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। টুর্নামেন্টে প্রথম দুই সাক্ষাতে পাকিস্তানকে একতরফা হারিয়েছে ভারত। তবে রবিবার ছিল টাইট-ফাইট। তাতে শেষ পর্যন্ত হাসল ভারত। যার পর উচ্ছ্বাসে ভাসছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। অন্য়দিকে, হতাশায় ডুবেছে পাকিস্তান। পর পর হেরে কার্যত মুখ লুকানোর জায়গা নেই তাদের।</p> <p>এদিকে এশিয়া কাপ ফাইনালে হারের পর ভারতীয় দলকে নিয়ে সমালোচনায় মুখর হলেন সলমন আলি আঘা। পাকিস্তানের বিরুদ্ধে এবারের টুর্নামেন্টে তিনটি ম্য়াচেই বাজিমাত করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু খেলাকে দূরে রেখে হ্যান্ডশেক বিতর্ক ও ট্রফি না নেওয়াটাই ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবার সেই ইস্য়ুতেই মুখ খুললেন সলমন আলি আঘা। রানার্স আপ দল হিসেবে ১ কোটি ৭০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছিল পাকিস্তানের অধিনায়কের হাতে। কিন্তু সলমন আলি আঘা সেই চেক ছুড়ে ফেলে দেন। </p>
from india https://ift.tt/NYB0fcz
via IFTTT
0 Comments