<p><strong>কলকাতা:</strong> কেরলের পাশাপাশি, বাংলাতেও হানা দিয়েছে 'ঘিলু খেকো অ্যামিবা'! কেরলে মৃত ১৯ জনের মধ্যে রয়েছে ৩ মাসের শিশু থেকে ৫২ বছরের ব্যক্তি। অর্থাৎ 'ব্রেন ইটিং অ্যামিবা'র হাত থেকে রেহাই নেই কারও! কলকাতাতেও মিলেছে এর হদিশ। এদিন 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন'- অনুষ্ঠানে এই বিষয়ে বিশেষ সাক্ষাৎকার দিলেন চিকিৎসক যোগীরাজ রায়।</p> <p>[yt]https://youtu.be/ngWL3C0Je9w?si=htY5gYa8pK84_vBR[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="'আমরা তোমায় মিস করব জুবিন.. ', এক্স হ্যান্ডেলে কী লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী ? শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর" href="https://ift.tt/qIU5vk6" target="_self">'আমরা তোমায় মিস করব জুবিন.. ', এক্স হ্যান্ডেলে কী লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী ? শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর</a></p> <p><strong>প্রশ্ন:</strong> সামনেই মহালয়া, প্রচুর মানুষ গঙ্গায় তর্পণ করেন। গ্রাম বাংলাতেও প্রচুর মানুষ পুকুর বা নদীতে স্নান করেন। সবথেকে বড় কথা, আমাদের নদীমাতৃক রাজ্য। যার ফলে প্রচুর মানুষ এই অভ্যাষটাই চালিয়ে গিয়েছেন। তাহলে কি এমন একটা বলছেন যে আজকে এমন একটা পরিস্থিতি, এই গঙ্গায় বা নদীতে বা সুইমিংপুলে যারা সাঁতার কাটে, তাঁদের সেই অভ্যাষ অন্তত কিছু দিনের জন্য বন্ধ রাখা উচিত?</p> <p><strong> ডক্তর যোগীরাজ রায় :</strong> একেবারেই নয়, আমরা যে এত রোগী পেয়েছি, প্রথমত কেরালাতে কিছু হলেই আমি দেখেছি, সারা ভারতে হাইপ হয়ে যায়। আমরা অনেক মেডিক্যাল কনফেরান্সে এটা নিয়ে আলোচনা করেছি, পশ্চিমবঙ্গে প্রচুর এই কেস পাওয়া যাচ্ছে। আপনি যে প্রশ্নটা করলেন, গঙ্গা স্নান করা, আমার নিজেরই তো গঙ্গার ধারে বাড়ি, এগুলি কোনও ইস্যু নয়। আমরা যে কেসগুলি পাই, সেগুলির মধ্যে মোটের উপর, ১০ শতাংশ লোক এই হিস্ট্রি দিয়েছে। এবং এই কথাটা বেশ পুরনো কিছু দিন ধরে চলে আসছে যে, ঝর্ণার জলে চান করলে হয়, পরিষ্কার জলে ডাইভ দিলে হয়, এই ধরণের যে কথাগুলি, ৯০ শতাংশ লোকের, যাদের আমরা কারওই এই ইতিহাসটা পাচ্ছি না, যে তাঁরা কোনও (পুকুর বা নদীর) জলে ডুব দিয়েছিল কিনা, বা স্নান করেছিল কিনা, এমন ইতিহাস আমরা কিন্তু খুব কম পেয়েছি। তাহলে ৯০ শতাংশ লোকের এটা হচ্ছে কীকরে ? ..</p> <p><strong>প্রশ্ন:</strong> তাহলে আপনি বলছেন যে, ট্যাপ বা টিউবয়েল ওয়াটার থেকেও এটা হতে পারে ?</p> <p><strong> ডক্তর যোগীরাজ রায় : </strong>মূলত কী থেকে হয়, তা কিন্তু আমরা জানি না। সবটা জানি না। আমরা বুঝতে গিয়ে রোগীদের (রোগের উৎস) ক্ষেত্রে খুবই অসুবিধায় পড়ছিলাম। পরে এখন যারা এই ধরণের (উপসর্গ) সমস্যা নিয়ে আসে, তাঁদের যখন স্নায়ুরস সংগ্রহ করি..</p> <p><strong>প্রশ্ন:</strong> এই রোগের লক্ষণ কী ? কী করণীয় ?</p> <p><strong> ডক্তর যোগীরাজ রায় :</strong> এই রোগী খুব দ্রুত অসুস্থ হয়ে যান। মাথা ব্যথা, স্নায়বিক সমস্যার জন্য ভুল বকা, ঘাড় শক্ত হয়ে যায়, এবং প্রচণ্ড জ্বর আসে।এই ধরণের রোগী বাড়িতে থাকেন না, হাসপাতলে চলে যান।</p> <p> </p>
from india https://ift.tt/arDOuAi
via IFTTT
0 Comments