Himanta Biswa Sarma : '৬ অক্টোবর ID অফিসে হাজির হন', জুবিন গর্গ মামলায় ২ জনের বিরুদ্ধে লুক-আউট নোটিস; স্পষ্ট বার্তা অসমের মুখ্যমন্ত্রীর

<p><strong>গুয়াহাটি :</strong> জুবিন গর্গ মামলায় গুজব ছড়াবেন না। সাধারণ মানুষের কাছে এই আবেদন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি অসমীয়া গায়কের মামলায় ভুল তথ্য এবং ভিত্তিহীন দাবি প্রচারে জনগণের দুঃখকে ব্যবহার করার বিরুদ্ধে আবেদন জানান। তিনি আশ্বাস দিয়েছেন যে, সরকার ন্যায়বিচার নিশ্চিত করবে। মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের সরকারের উপর আস্থা রাখুন। আমাদের #BelovedZubeen-র ক্ষেত্রে আমরা ন্যায়বিচার নিশ্চিত করব। যদি আমরা ব্যর্থ হই, তাহলে দয়া করে আমাদের শাস্তি দিন। কিন্তু মানুষের দুঃখকে গুজব এবং ভুল তথ্য প্রচারের জন্য ব্যবহার করবেন না।" মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়েছেন যে, এই গুজবগুলি মানুষকে অস্থির করে তুলবে। তিনি জোর দিয়ে বলেন যে, সরকার জুবিনের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করতে চায়। হিমন্ত বিশ্বশর্মা বলেন, "এমন একটি সরকার যারা জুবিনের জন্য কাজ করছে, যারা নিষ্ঠার সঙ্গে কাজ করতে চায়, এবং অসমের মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে আছেন। যেদিন আমি ব্যর্থ হব, সেদিন আমাকে শাস্তি দেবেন।"</p> <p>আজই এর আগে, অসমের মুখ্যমন্ত্রী বলেছেন যে, গর্গের মৃত্যুর ঘটনায় সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারত উৎসবের প্রধান আয়োজক শ্যামকানু মহন্ত এবং গায়ক জুবীন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করা হয়েছে। মহান্ত এবং শর্মা উভয়কেই ৬ অক্টোবরের মধ্যে গুয়াহাটিতে সিআইডি অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তাঁরা তা মেনে না চলেন, তাহলে অসম পুলিশ তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।</p> <p>মুখ্যমন্ত্রীর কথায়, জুবিন গর্গ আমাদের সম্পদ। শ্যামকানু মহান্ত, সিদ্ধার্থ শর্মা এবং আরও কয়েকজনকে আমাদের আরও অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। আমি শ্যামকানু মহান্ত এবং সিদ্ধার্থ শর্মাকে জানাতে চাই যে আপনারা জনগণের ধৈর্য পরীক্ষা করার চেষ্টা করবেন না। আমরা চাই, আপনারা দু'জনেই ৬ অক্টোবর অসমে থাকুন। আমরা চাই, আপনারা দু'জনেই ৬ অক্টোবর আইডি অফিসে উপস্থিত থাকুন। যদি আপনারা নির্দোষ হন, তাহলে দয়া করে সিআইডি অফিসে এসে বলুন আপনি কী বলতে চান। যখন অসমের মানুষ জুবিনের ন্যায়বিচারের জন্য আওয়াজ তুলছেন, তখন আমাকে এটা করতেই হবে। আমি অসমের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে, মুখ্যমন্ত্রী হিসেবে সকল অভিযুক্তকে আইনের আওতায় আনা আমার কর্তব্য এবং আমি এই দায়িত্ব পালন করব। অসম পুলিশ ইতিমধ্যেই প্রমাণ করেছে যে প্রয়োজনে তারা দৃঢ় অবস্থান নিতে পারে।</p>

from india https://ift.tt/MfXctH7
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা