Mumbai News: পুলিশকে '৪০০ কেজি RDX'- এর হুমকি মেসেজ, গণপতি উৎসবের মধ্যে হামলার হুঁশিয়ারি, জালে অভিযুক্ত

<p>Mumbai News: মুম্বই পুলিশকে হুমকি মেসেজ পাঠানোর অভিযোগে অবশেষে ধৃত বছর ৫০- এর এক ব্যক্তি। অসংখ্য বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়েছিলেন ওই ব্যক্তি। টার্গেট ছিল ১ কোটি মানুষকে মেরে ফেলা। গণপতি উৎসবের মধ্যে বাণিজ্যনগরীতে এই ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ওই ব্যক্তি। শেষ পর্যন্ত মুম্বই পুলিশে জালে অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ নিজের সিম কার্ড আরেক ব্যক্তিকে দিয়েছিলেন এই দ্বিতীয় জন। সেখান থেকেই হুমকি মেসেজ পাঠানো হয়েছিল মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে।&nbsp;</p> <p>কী বলা হয়েছিল ওই হুমকি মেসেজে&nbsp;</p> <p>দাবি করা হয়েছিল, ১৪ জন পাকিস্তানি জঙ্গি মুম্বইতে প্রবেশ করেছে। তাদের সঙ্গে রয়েছে ৪০০ কিলো আরডিএক্স। ৩৪টি যানবাহনের মধ্যে সেগুলি রাখা হয়েছে। আজ শনিবার ১০ দিন ব্যাপী গণেশ চতুর্থী উৎসবের শেষ দিন। আজ অন্তত চতুর্দশী। গণপতি উৎসবের শেষ দিনে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনা নিয়ে এমনিতেই মারাত্মক ব্যস্ত থাকে মুম্বই পুলিশ। তার মধ্যে এমন সাংঘাতিক মেসেজ আসায় স্বভাবতই কিছুটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল।&nbsp;</p> <p>অভিযুক্তকে গ্রেফতারের পর মুম্বই পুলিশের এক্স পোস্ট&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Bomb Threat Suspect Arrested Within 24 Hours<br /><br />The Mumbai Crime Branch has arrested a man from Noida, Uttar Pradesh, for allegedly issuing a bomb threat to the city. The investigation team also recovered the mobile phone and SIM card used in the crime.<br /><br />Yesterday, the Mumbai&hellip; <a href="https://t.co/6PjelHjUUw">pic.twitter.com/6PjelHjUUw</a></p> &mdash; मुंबई पोलीस - Mumbai Police (@MumbaiPolice) <a href="https://twitter.com/MumbaiPolice/status/1964216885144109211?ref_src=twsrc%5Etfw">September 6, 2025</a></blockquote> <p>সূত্রের খবর, যে ব্যক্তিকে মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে তার নাম অশ্বিনীকুমার সুরেশকুমার সুপরা। তিনি পাটনার বাসিন্দা। ফোন অফ করে দিয়েছিলেন তিনি। এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে নয়ডা সেক্টর ৭৯ থেকে। স্থানীয় সূত্রে খবর পেয়ে এই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একটি মুদি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছিল। প্রথমে নয়ডার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পরে মুম্বই পুলিশের হাতে স্থানান্তর করা হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর, অশ্বিনীকুমার পেশায় একজন জ্যোতিষী এবং ব্যবসায়ী। স্ত্রী'র সঙ্গে বিচ্ছেদের প্রক্রিয়া চলছে তাঁর। পুলিশ জানিয়েছে, আরেক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে সোরাখা গ্রাম থেকে। মুম্বই পুলিশ আগেই জানিয়েছিল, হুমকি মেসেজে ওই ব্যক্তি একটি জঙ্গি সংগঠনের নাম উল্লেখ করেছিল। সেটি হল 'লস্কর-এ-জিহাদি'।&nbsp;</p>

from india https://ift.tt/3FdizDf
via IFTTT

Post a Comment

0 Comments