<p>Narendra Modi: পাকিস্তানকে আপাতত জবাব দেওয়া বন্ধ রেখেছে ভারত। তবে নজর রাখা হচ্ছে পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের দিকে। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত অভিযান কেবল স্থগিত রাখা হয়েছে মাত্র। ভবিষ্যতে কী হবে, তা পাকিস্তানের আচরণের উপর নির্ভর করছে। অপারেশন সিঁদুরের পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এভাবেই কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাফ জানিয়েছেন, সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসে মদত দেওয়া দেশকে একই নজরে দেখে ভারত। এর পাশাপাশি প্রধানমন্ত্রী এও জানিয়েছেন যে, এটা যেমন যুদ্ধের সময় নয়, তেমনই সন্ত্রাসবাদেরও সময় নয়। ভারতে হামলা হলে প্রত্যাঘাত হবেই। সন্ত্রাসবাদের ক্ষেত্রে সবসময় জিরো টলারেন্স দেখাবে ভারত। নরেন্দ্র মোদি এও বলেছেন যে, অপারেশন সিঁদুর শেষ হয়নি। পাকিস্তানের প্রতিটি পদক্ষেপে নজর রয়েছে ভারতের। আপাতত জবাব দেওয়া স্থগিত রাখা হয়েছে। কিন্তু সবদিক থেকে রাখা হয়েছে কড়া নজর। </p>
from india https://ift.tt/V2t6QMX
via IFTTT
0 Comments