Operation Sindoor: 'ওখান থেকে গুলি চললে, এখান থেকে গোলা চলবে', অপারেশন সিঁদুরের পর আরও কড়া বার্তা প্রধানমন্ত্রীর

<p><strong>Operation Sindoor:</strong> পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কড়া প্রত্যাঘাত করেছে ভারত। যোগ্য জবাব দিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। অপারেশন সিঁদুর- এর পর সেনাবাহিনীকেও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পাকিস্তানের সমস্ত পদক্ষেপের জবাব ভারত যেন আরও শক্তির সঙ্গে দেয়। প্রধানমন্ত্রী বলেছেন, 'ওখান থেকে গুলি চললে, এখান থেকে গোলা চলবে।'&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Prime Minister Narendra Modi gave clear directions 'Wahan se goli chalegi, yahan se gola chalega'. The turning point was the attacks on the air bases: Sources</p> &mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1921518747535163869?ref_src=twsrc%5Etfw">May 11, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে জঙ্গিরা। পর্যটকদের ধর্মীয় পরিচয় জানতে চেয়ে, 'কলমা' পড়তে বলে, বেছে বেছে হিন্দুদের নিশানা করে গুলি করা হয়েছে। মোট ২৬ জনকে খুন করেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। তাঁদের মধ্যে ছিলেন ২৫ জন পর্যটক। আর একজন স্থানীয় যুবক, টাট্টু ঘোড়ার চালক।&nbsp;</p> <p>এই জঙ্গি হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ। কবে প্রত্যাঘাত করা হবে, সেই প্রশ্নই ঘুরছিল সকলের মনে। অবশেষে প্রত্যাঘাত হয়েছে। ৭ মে মধ্যরাতে এয়ার স্ট্রাইক করে ভারত। ১টা ৫ মিনিট থেকে শুরু হয় অপারেশন সিঁদুর। ২৫ মিনিটের নিখুঁত অপারেশনে বেছে বেছে ৯টা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এই তালিকায় লস্কর, জইশ, হিজবুলের জঙ্গি ঘাঁটি রয়েছে।&nbsp; পুলওয়ামা হামলা এবং কান্দাহারের বিমান অপহরণের মত ন্যাক্কারজনক জঙ্গি কার্যকলাপের মূল চক্রীদের অনেকেই খতম হয়েছে এই অপারেশন সিঁদুরে। অভিযানের সাফল্য হিসেবে এয়ার মার্শাল এ কে ভারতী বলেছেন, জঙ্গি খাঁটি ধ্বংসের টার্গেট তাঁরা পূরণ করেছেন এবং তার ফলাফল সারা বিশ্ব দেখতে পাবে। এর পাশাপাশি এয়ার মার্শাল এ কে ভারতী এও জানিয়েছেন যে, পাকিস্তানের ঘাঁটিগুলির সমস্ত সিস্টেমে আঘাত হানার ক্ষমতা রাখে ভারত।&nbsp;</p> <p>অপারেশন সিঁদুর- এ ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের যে সমস্ত এয়ার বেসে আঘাত হেনেছে সেগুলি হল পাসরুর এয়ার ডিফেন্স র&zwj;্যাডার, চুনিয়া এয়ার ডিফেন্স র&zwj;্যাডার, আরিফওয়ালা এয়ার ডিফেন্স র&zwj;্যাডার, সরগোধা এয়ারফিল্ড, রহিম ইয়ার খান এয়ারফিল্ড, চাকালা এয়ারফিল্ড (নুর খান), সুক্কুর এয়ারফিল্ড, ভোলারি এয়ারফিল্ড এবং জেকোবাবাদ এয়ারফিল্ড। শনিবারের স্পেশ্যাল ব্রিফিংয়ে বিশদে এই প্রসঙ্গে তথ্য দিয়েছেন এয়ার মার্শাল এ কে ভারতী।&nbsp;</p>

from india https://ift.tt/1FcOAE5
via IFTTT

Post a Comment

0 Comments

Nepal Protest News: Gen-Z-র প্রতিবাদে উত্তাল নেপাল, কাঠমাণ্ডুগামী উড়ান সাসপেন্ড-বাতিলের সিদ্ধান্ত ইন্ডিগো-স্পাইসজেটের