<p><strong>নয়াদিল্লি :</strong> দুই দিন ধরে দুর্নীতি-বিরোধী হিংসাত্মক প্রতিবাদের পর, মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। Gen Z-র প্রতিবাদে ইতিমধ্যে সেখানে ১৯ জন মানুষের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। সংবাদ সংস্থা রয়টার্সকে প্রধানমন্ত্রীর সঙ্গী প্রকাশ শিলওয়াল জানিয়েছেন, "প্রধানমন্ত্রী ইস্তফা দিয়েছেন।" শুধু তা-ই নয়, সেনার হেলিকপ্টারে ওলিকে কাঠমাণ্ডু ছাড়তে দেখা গিয়েছে। জনরোষে কার্যত জ্বলছে নেপাল। এই আবহে ভারতীয়দের উদ্দেশে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক।</p> <p>MEA-র তরফে বিবৃতিতে বলা হয়েছে, নেপালের ক্রমবর্ধমান পরিস্থিতির দিকে নজর রেখে ভারতীয়দের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তাঁরা যেন পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ স্থগিত রাখেন। বর্তমানে নেপালে থাকা ভারতীয়দের বর্তমান আবাসস্থলেই আশ্রয় নেওয়ার, রাস্তায় বের হওয়া এড়িয়ে চলা এবং যথাযথ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাঁদের নেপাল প্রশাসন এবং কাঠমাণ্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের স্থানীয় নিরাপত্তা পরামর্শ অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও সহায়তার প্রয়োজন পড়লে, কাঠমাণ্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সংশ্লিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।</p> <p>+977 – 980 860 2881 (WhatsApp call also)<br />+977 – 981 032 6134 (WhatsApp call also)</p> <p> </p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">In view of the developing situation in Nepal, Indian citizens are advised to defer travel there until the situation has stabilised. Indian citizens presently in Nepal are advised to shelter in their current places of residence, avoid going out onto the streets and exercise all… <a href="https://t.co/VFC7yCQ2wd">pic.twitter.com/VFC7yCQ2wd</a></p> — ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1965364588020441422?ref_src=twsrc%5Etfw">September 9, 2025</a></blockquote> <blockquote class="twitter-tweet">এদিন সকালের দিকে বছর ৭৩-এর ওলি নেপালের সব রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করেন। সেখানে তিনি বলেন, 'দেশের জন্য হিংসা কোনও রাস্তা হতে পারে না। এই সমস্যার সমাধানে আমাদের শান্তিপূর্ণ আলোচনা করতে হবে।' তবে Gen Z-র প্রতিবাদের মূল দাবিই ছিল, ওলির পদত্যাগ। শেষমেশ অবশ্য পদত্যাগ করেন ওলি। তবে, নেপালে এর অর্থ এই নয় যে, সরকার পড়ে গেছে। ওলি এক্সিকিউটিভ প্রধান ছিলেন। কিন্তু, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সরকারের প্রধান। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, পৌড়েলেরও ইস্তফা দেওয়া শুধু সময়ের অপেক্ষা। কার্যত পুরো সরকারই ক্ষমতাচ্যুত হতে চলেছে। তবে, এখন অবধি নেপাল সরকারের ভবিষ্যৎ স্পষ্ট নয়।</blockquote> <blockquote class="twitter-tweet">শৃঙ্খলা পুনরুদ্ধার এবং নতুন সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সেনাবাহিনী হস্তক্ষেপ করবে বলে খবর।</blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p>
from india https://ift.tt/wBeZnVT
via IFTTT
0 Comments