<p><span style="font-weight: 400;"><strong>বেঙ্গালুরু:</strong> আদালতের কাছে এবার বিষ চাইলেন কন্নড় অভিনেতা দর্শন। তাঁর দাবি, কতদিন সূর্যের আলো দেখেননি, তার ঠিক নেই। জেলবন্দি জীবন দুর্বিসহ হয়ে উঠেছে তাঁর কাছে। এভাবে বেঁচে থাকা অর্থহীন। তার চেয়ে আদালত তাঁকে বিষ দিক, তিনি পান করে নেবেন। অভিনেতার এমন আর্তিতে চমকে যান অনেকেই। (Actor Darshan)</span></p> <p><span style="font-weight: 400;">মঙ্গলবার দায়রা আদালতে শুনানি চলছিল। জেলের কুঠুরি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে যোগ দেন দর্শন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “এভাবে আর বাঁচতে পারছি না। দয়া করে বিষ দিন আমাকে। এই জীবন অসহ্য হয়ে উঠেছে। দয়া করে বিষ দিন আমাকে। এভাবে পারব না আমি।” (Actor Darshan Asking for Poison)</span></p> <p><span style="font-weight: 400;">দর্শনের এমন আর্তিতে চমকে ওঠেন সকলেই। যদিও বিচারক তাঁকে স্পষ্ট বলেন, “এমন হয় না। একেবারেই সম্ভব নয় এটা।” তার পরও দর্শন কাতর আর্জি জানিয়ে যান। তিনি জানান, অনেক দিন হয়ে গিয়েছে সূর্যালোক দেখেননি তিনি। জেলের কুঠুরির পরিস্থিতি এমন যে তাঁর হাতে ছেতো ফুটে গিয়েছে। গন্ধ বেরোচ্ছে জামাকাপড় থেকে। </span></p> <p><span style="font-weight: 400;">বিচারকের তরফে দর্শনকে সতর্কও করা হয়। এই ধরনের মন্তব্য আদালতে করা যায় না বলে জানানো হয় তাঁকে। তবে তাঁর স্বাস্থ্য এবং জেলের কুঠুরির অবস্থা নিরীক্ষণের কথাও বলেন বিচারক। আদালতে আজ দর্শন একটি বালিশ এবং চাদর চেয়ে আবেদন জানান। সেই সঙ্গে বাড়ির রান্না যাতে কুঠুরিতে এসে পৌঁছয়, অনুমতি চান তার। দর্শনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে কি না, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। </span></p> <p><span style="font-weight: 400;">২০২৪ সালের জুন মাসে দর্শনকে গ্রেফতার করে পুলিশ। ৩৩ বছর বয়সি রেণুকাস্বামীকে অপহরণ এবং খুনের মামলায় অভিযুক্ত অভিনেতা। রেণুকাস্বামী তাঁর অনুরাগী বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, রেণুকাস্বামী অভইনেত্রী পবিত্রা গৌড়াকে কিছু অশ্লীল মেসেজ পাঠিয়েছিলেন। পবিত্রার সঙ্গে দর্শনের ঘনিষ্ঠতার খবর আজকের নয়। এর পরই দর্শন এবং তাঁর লোকজন মিলে রেণুকাস্বামীকে অপহরণ করেন এবং খুন করেন বলে অভিযোগ। </span></p> <p><span style="font-weight: 400;">নর্দমা থেকে রেণুকাস্বামীর দেহ উদ্ধার হয়। সেই মামলায় গ্রেফতার হন দর্শন, পবিত্রা এবং আরও কয়েক জন। গত বছর ডিসেম্বরে কর্নাটক হাইকোর্টে জামিনও পেয়ে যান দর্শন। কিন্তু চলতি বছরের অগাস্ট মাসে সেই জামিন বাতিল করে দেয় <a title="সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/oP40AzO" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>। ফের গ্রেফতার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাঁকে। সেই অবস্থাতেই শুনানি চলাকালীন এমন আবেদন জানালেন দর্শন।</span></p>
from india https://ift.tt/zYULebR
via IFTTT
0 Comments