<p><strong>নয়াদিল্লি:</strong> আজ ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, আজ রবিবার বিকেল ৫টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কী বার্তা দেবেন, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। </p> <p>[yt]https://youtu.be/cfmkShA5Sz8?si=TeAx-nEDukhIuMSW[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="কসবা ল' কলেজে ধর্ষণ করেছিল মনোজিৎ মিশ্রই, DNA রিপোর্টে মিলেছে প্রমাণ, চার্জশিটে দাবি পুলিশের" href="https://ift.tt/CrsfKPi" target="_self">কসবা ল' কলেজে ধর্ষণ করেছিল মনোজিৎ মিশ্রই, DNA রিপোর্টে মিলেছে প্রমাণ, চার্জশিটে দাবি পুলিশের</a></p> <p>প্রথমত, রাত পেরোলেই ২২ সেপ্টেম্বর। কাল দেশজুড়ে চালু হতে চলেছে জিএসটির নতুন পরিকাঠামো। এর ফলে অনেক সামগ্রীরই মূল্য কমে আসবে। ইতিমধ্যেই এনিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাই আজ ২১ সেপ্টেম্বর সেই বিষয় প্রধানমন্ত্রী বক্তব্যে উঠে আসবে কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, H-1B ভিসার ইস্যু। যার জন্য আমেরিকায় এবার থেকে এই ভিসার জন্য গুণতে হবে ১ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা। বলার অপেক্ষা রাখে না, তা কর্মপ্রত্যাশী ভারতীয়দের জন্য কতটা কঠিন হতে চলেছে। অনেকেই মনে করছেন, মোদির বক্তব্যে এই বিষয়টিও উঠে আসতে পারে। </p> <p> </p>
from india https://ift.tt/UHFAOo2
via IFTTT
0 Comments