ABP Southern Rising Summit 2025: হিন্দি চাপালে আবারও ভাষাযুদ্ধের হুঁশিয়ারি, মোদি সরকারকে তীব্র আক্রমণ উদয়নিধি স্ট্যালিনের

<p><strong>নয়াদিল্লি:</strong> সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলা থাকলেও, নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার গোটা দেশে আধিপত্য কায়েম করতে চাইছে, রাজ্যগুলির কোমর ভেঙে দিয়ে পুরসভায় পরিণত করতে চাইছে, জোর করে নিজেদের ভাষা, সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুললেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। তামিলনাড়ুর উপর জোর করে হিন্দি চাপানোর চেষ্টা হলে আবারও 'ভাষা যুদ্ধ' হবে বলে হুঁশিয়ারি দিলেন তিনি। (Udhayanidhi Stalin)</p> <p>ABP Southern Rising Summit 2025-এ বক্তৃতা করতে গিয়েই মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন উদয়নিধি। তিনি বলেন, "দেশে ক্ষমতার কেন্দ্রীকরণ যখন চরমে, সেই সময় এই সম্মেলন হচ্ছে। সংবিধানে ক্ষমতার সমবণ্টন করা আছে। কেন্দ্রে যে সরকার রয়েছে, সংবিধানে সেটিকে ইউনিয়ন গভর্নমেন্ট বলে উল্লেখ করা আছে। অথচ সংবাদমাধ্যম থেকে উত্তর ভারতের নেতারা বলেন 'কেন্দ্রীয় সরকার'। এতে এমন একটি মানসিকতা তৈরি হয়, যার মাধ্যমে বোঝা যায়, ওরা ক্ষমতার কেন্দ্রে আছে, সব কিছুকে নিজেদের দিকে টেনে নিতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন তাই ইউনিয়ন গভর্নমেন্ট বলারই পক্ষপাতী। বিজেপি এতে ফুঁসে উঠলেও, এই সংশোধন প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের ক্ষমতাও সীমিত হওয়া উচিত, অর্থাৎ দেশের জাতীয় স্বার্থজড়িত বিষয়গুলিই তাদের হাতে থাকা উচিত, যেমন প্রতিরক্ষা, বিদেশমন্ত্রক, আন্তঃরাজ্য যোগাযোগ এবং মুদ্রা। বাকি সব ক্ষমতা থাকা উচিত রাজ্যের হাতে। আমাদের এটাই অবস্থান, রাজ্যের স্বতন্ত্রতার পক্ষে আমরা। ওরা ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটাচ্ছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাই দেশতে মজবুত করে, শক্তিশালী করে।" (ABP Southern Rising Summit 2025)</p> <p>মোদি সরকার রাজ্যগুলিকে হেনস্থা করছে, তাদের কথা মতো না চললে শাস্তি দিচ্ছে বলেও অভিযোগ করেন উদয়নিধি। তাঁর বক্তব্য, "দেশের উন্নয়নে রাজ্যগুলির অবদান গুরুত্বপূর্ণ। অথচ ভাল পারফর্ম করা রাজ্যগুলিকেও সমর্থনের পরিবর্তে শাস্তি দেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে। তামিলনাড়ুকেও শাস্তি পেতে হচ্ছে, করবাবদ রাজস্বের ন্যায্য বণ্টন হচ্ছে না, প্রাপ্য টাকা আটকে রাখা বচ্ছে, কেন্দ্রীয় প্রকল্প চাপিয়ে দেওয়া হচ্ছে ঘাড়ে, নতুন শিক্ষানীতি আনা হচ্ছে, সীমা পুনর্বিন্যাস করা হচ্ছে। সেই সঙ্গে <a title="রাজ্যপাল" href="https://ift.tt/Ec6pJZ1" data-type="interlinkingkeywords">রাজ্যপাল</a>ের মাধ্যমে রাজ্যের নির্বাচিত সরকারগুলির ক্ষতি করা হচ্ছে লাগাতার। এভাবে ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটায় তামিলনাড়ুর মতো রাজ্য সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।"</p> <p>জোর করে হিন্দি চাপানোর অভিযোগ বরাবরই তুলে আসছে তামিলনাড়ুর স্ট্যালিন নেতৃত্বাধীন DMK সরকার। সেই নিয়ে বার বার মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তারা। এদিনও উদয়নিধি বলেন, "বরাবর তামিলনাড়ু দুই ভাষার নীতি নিয়ে চলে আসছে, সেই ১৯৬০ সাল থেকে। হিন্দির বিরোধিতা করে আসছে। তার পরও জাতীয় শিক্ষা নীতির নামে তিন ভাষা চালু করতে চাপ দেওয়া হচ্ছে। শিক্ষাখাতে রাজ্যের প্রাপ্য ২০০০ কোটি টাকা আটকে রেখে বলছে, তিন ভাষা চালু করলে তবেই টাকা দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ২০০০ কেন ১০০০০ কোটি দিলেও তামিলনাড়ু তিন ভাষার নীতি মানবে না। ওরা টাকা দেয়নি বলে <a title="সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/0Jv2Tif" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ে গিয়েছি আমরা। পরিষ্কার জানিয়ে দিচ্ছি, হিন্দি চাপাতে চাইলে বা অন্য কোনও ভাষা চাপাতে চাইলে তামিলনাড়ু আবারও ভাষাযুদ্ধে যেতে কুণ্ঠা করবে না।"</p> <p>কেন্দ্রে ক্ষমতায় থাকা&nbsp;বিজেপি নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে, রাজ্যগুলির নিজস্বতা ধ্বংস করতে চাইছে বলেও অভিযোগ তোলেন উদয়নিধি। তাঁর বক্তব্য, "কেন্দ্রে সরকার চালাচ্ছে যে দল, তারা নিজস্ব ইতিহাস তৈরি করতে চাইছে। কিন্তু ওদের বুঝতে হবে, ভারত বিভিন্ন ভাষাভাষীর দেশ। প্রত্যেক রাজ্যের নিজস্ব ভাষা, নিজস্ব ইতিহাস, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব গর্ব, নিজস্ব রাজনীতি, নিজস্ব দেশনায়ক আছে। বিজেপি সব অগ্রাহ্য করে এক দেশ, এক নির্বাচন, এক সংস্কৃতি, এক ভাষা, এক ধর্ম, এক ইতিহাস তৈরি করতে চায়। সব রাজ্যের উপর সাংস্কৃতিক আধিপত্য কায়েম করতে চায় ওরা। সকলকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। রাজ্যগুলিকে ক্ষমতাহীন করে, রাজ্যের ভাবনাকেই ধ্বংস করতে চায় ওরা। রাজ্যগুলিকে পুরসভায় পরিণত করতে চায়, যাতে সব কিছু দিল্লির নির্দেশে চলে। DMK তাতে বাধা দিচ্ছে বলেই ওরা তামিলনাড়ুর উন্নয়নে বাধা দিচ্ছে।"</p>

from india https://ift.tt/CethIzQ
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা