Bengal SIR Row : 'কাজের চাপে আত্মহত্যা করছেন BLO-রা...কে বিচার দেবে?', কমিশনকে নিশানা করে পোস্ট খাড়গের

<p><strong>কলকাতা:</strong> <a title="পরপর BLO-র মৃত্যু" href="https://ift.tt/8dyoTqO" target="_self">পরপর BLO-র মৃত্যু</a>, সরব কংগ্রেস। কমিশনকে নিশানা করে পোস্ট মল্লিকার্জুন খাড়গের। তিনি বলেছেন, 'কাজের চাপে আত্মহত্যা করছেন BLO-রা। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। যত জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, বাস্তবে সংখ্যাটা আরও বেশি। এটা অত্যন্ত উদ্বেগজনক, এইসব পরিবারকে কে বিচার দেবে? বিজেপি চুরি করে ক্ষমতা ভোগ করছে, আর নীরব দর্শক কমিশন', এক্স পোস্ট কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের।'নোট বাতিল ও লকডাউনের স্মৃতি উস্কে দিচ্ছে এই পরিকল্পনাহীন SIR। অনেক হয়েছে, আমরা যদি না জাগি তাহলে গণতন্ত্রের শেষ স্তম্ভও ভেঙে পড়বে। আওয়াজ তুলুন, গণতন্ত্র বাঁচান, পোস্ট মল্লিকার্জুন খাড়গের।</p> <p>[yt]https://youtu.be/cIypWLZslSY?si=wB765ZnuG1dnxew7[/yt]</p> <p>আরও পড়ুন,<a title=" 'দেহ উদ্ধারের সময়ে বিবস্ত্র অবস্থায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ২টি পা বাঁধা ছিল' ! কসবা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য" href="https://ift.tt/FERTe1o" target="_self"> 'দেহ উদ্ধারের সময়ে বিবস্ত্র অবস্থায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ২টি পা বাঁধা ছিল' ! কসবা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/DSQKWEO
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা