<p><strong>কলকাতা:</strong> কাটোয়া, ফালাকাটার পর সল্টলেক,<a title=" SIR আবহে " href="https://ift.tt/bFaVXjR" target="_self"> SIR আবহে </a>ফের রাস্তায় আধার কার্ড। এবার সল্টলেকের রাস্তায় মিলল ভিন রাজ্যের একাধিক আধার কার্ড। BA এবং CA ব্লকের মাঝে মাঠের ধারে রাস্তায় পড়ে আধার কার্ড। কার্ডগুলিতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রের ঠিকানা। প্রাতঃর্ভ্রমণকারীদের নজরে এলে বিধাননগর উত্তর থানায় খবর। আধার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কীভাবে ভিন রাজ্যের আধার কার্ড সল্টলেকের রাস্তায়, তদন্তে পুলিশ। </p> <p>[yt]https://youtu.be/lgqPlTQoffw?si=I3bB3Ixg1LdJrbBC[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="২৬-এ ভবানীপুরে হারাব, গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, চ্যালেঞ্জ শুভেন্দুর" href="https://ift.tt/xiJBVQM" target="_self">২৬-এ ভবানীপুরে হারাব, গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, চ্যালেঞ্জ শুভেন্দুর</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/FLXtQi4
via IFTTT
0 Comments