Mamata Banerjee : এবার '২টি জরুরি বিষয়' নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর, কী লিখলেন ?

<p><strong>কলকাতা :</strong> SIR স্থগিতের জন্য় দিনকয়েক আগেই সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন তিনি। দু'টি বিষয় নিয়ে জরুরি চিঠি বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাতে লেখা হয়েছে, 'চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে কাজ করানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন রাজ্যের CEO। বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের দিয়েও কাজ না করানোর কথা বলা হয়েছে। অথচ CEO অফিস ১০০০ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চেয়েছে এবং ৫০ জন সফ্টওয়্যার ডেভেলপার নিয়োগের কথাও বলেছেন।' এই প্রসঙ্গ তুলে তাঁর প্রশ্ন, 'ইতিমধ্যেই জেলায় এই কাজ চলছে, নতুন করে কী প্রয়োজন পড়ল? বাইরের এজেন্সিকে দিয়ে পুরো এক বছরের জন্য একই কাজ করানোর উদ্যোগ নেওয়ার কী প্রয়োজন পড়ল CEO-র ?'</p> <p>'SIR' স্থগিতের আবেদন জানিয়ে কয়েকদিন আগে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, 'আমি অনুরোধ করছি দয়া করে চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন, দমনমূলক পদক্ষেপ বন্ধ করুন, যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হোক এবং বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা করা হোক। আমার বিশ্বাস, এই নিয়ে দেরি না করে আপনি পদক্ষেপ নেবেন।'</p> <p>রাজ্যে SIR শুরু হওয়ার পর থেকেই কাজের চাপে একাধিক BLO-র মৃত্যুর অভিযোগ উঠেছে। কাজের চাপে অনেক BLO অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ তুলেছে তাঁদের পরিবার। এই আবহে, মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া ৩ পাতার চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, 'আমি আপনাকে চিঠি লিখতে বাধ্য হচ্ছি কারণ SIR-কে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে। ট্রেনিংয়ে বড়সড় ত্রুটি রয়েছে। বাধ্যতামূলক নথি নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। এই প্রবল কাজের চাপের মধ্যে BLO-রা যেভাবে দায়িত্ব পালন করছেন আমি তার প্রশংসা করছি। BLO-রা সীমার ঊর্ধ্বে উঠে কাজ করছেন। জলপাইগুড়ির মালবাজারে একজন BLO-র দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী SIR-সংক্রান্ত চাপে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।'</p>

from india https://ift.tt/7G8srgO
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা