<p><strong>মুর্শিদাবাদ:</strong> আজ মুর্শিদাবাদের বেলডাঙা ও রেজিনগরের মাঝে বাবরি মসজিদের শিলান্য়াস। শিলান্য়াস করবেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ইতিমধ্যেই রেজিনগরের সভাস্থলে পৌঁছলেন হুমায়ুন কবীর। এদিন তিনি বলেন,' শুধুমাত্র তিন কাঠা জায়গার উপরে, এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি প্রস্তর স্থাপন করছি। ২৫ বিঘা জায়গার মধ্যে, হাসপাতাল হবে, বিশ্ব বিদ্যালয় হবে, পার্ক হবে। পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হয়, মুর্শিদাবাদ সহ মালদা, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবেন।..রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না। তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে।এটা আমি কোনওমতেই গ্রহণ করব না।'</p> <p>[yt]https://youtu.be/qQTa_DPi8eg?si=lp5zwwos3N2usJUP[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="এখনও BLO-দের জন্য প্রাপ্য টাকা মেটায়নি রাজ্য সরকার, জানাল কমিশন" href="https://ift.tt/eR1SpIt" target="_self">এখনও BLO-দের জন্য প্রাপ্য টাকা মেটায়নি রাজ্য সরকার, জানাল কমিশন</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/pwe70WT
via IFTTT
0 Comments