<p><span style="font-weight: 400;"><strong>মুম্বই:</strong> পথ দুর্ঘটনার কবলে বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। মত্ত অবস্থায় তাঁর গাড়িতে ধাক্কা মারল অন্য এক গাড়ির চালক। দুর্ঘটনার তীব্রতা নোরা মাথায় আঘাত পান বলে খবর। তবে গুরুতর কিছু ঘটেনি। সিটি স্ক্যানের পর আবারও কাজে ফেরেন নোরা। নোরার অনুরাগী থেকে বলিউডে নায়িকার সতীর্থরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। (Nora Fatehi Survives Car Accident)</span></p> <p><span style="font-weight: 400;">মুম্বইয়ে আয়োজিত Sunburn Festival-এ অনুষ্ঠান ছিল আমেরিকার ডিজে ডেভিড গেটার। সেখানে পারফর্ম করার কথা নোরারও। সেই মতোই একটি মার্সিডিজ গাড়িতে চেপে রওনা দেন নায়িকা। কিন্তু বিকেল ৪টে নাগাদ অন্ধেরী ওয়েস্টের লিঙ্ক রোডে দুর্ঘটনার শিকার হন তিনি। মত্ত অবস্থায় একজন তাঁর গাড়িতে ধাক্কা মারে বলে খবর। বাঁ দিক থেকে একটি গাড়ি ধাক্কা মারে নোরার গাড়িতে। দুর্ঘটনার তীব্রতায় নোরার গাড়িটি এর পর ডিভাইডারে ধাক্কা খায়। মারাত্মক কিছু না ঘটলেও নোরা মাথায় চোট পান। (Bollywood News)</span></p> <p><span style="font-weight: 400;">সঙ্গে সঙ্গে নোরাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান হয় তাঁর। তাতে দেখা যায়, মাথায় চোট লাগলেও হ্যামরেজ হয়নি, মস্তিষ্কের ভিতর রক্তক্ষরণের ইঙ্গিত মেলেনি। চিকিৎসকরা জানান, দুর্ঘটনার অভিঘাতে মাথায় চোট পান নোরা। তবে উদ্বেগের কোনও কারণ নেই।</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">*Drunk Driver Slams Into Nora Fatehi’s Car; Actress Suffers Concussion*<br /><br />Source reveals: "Nora Fatehi was involved in an unfortunate car accident, while on her way to the Sunburn Festival for her scheduled appearance with David Guetta, as a drunk driver rammed into her car. Her… <a href="https://t.co/Mx7M4W9hkL">pic.twitter.com/Mx7M4W9hkL</a></p> — Amit Bhatia (ABP News) (@amitbhatia1509) <a href="https://twitter.com/amitbhatia1509/status/2002397800659890275?ref_src=twsrc%5Etfw">December 20, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">চোট গুরুতর না হলেও নোরাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। যদিও নোরা তাতে রাজি হননি। পেশাদারিত্বের খাতিরে হাসপাতাল থেকেই অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা দেন তিনি। তবে দুর্ঘটনার পর নোরার গাড়ির যে ছবি সামনে এসেছে, তা দেখে বোঝা যাচ্ছে, দুর্ঘটনার তীব্রতা ছিল যথেষ্ট। </span></p> <p><span style="font-weight: 400;">দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। যে টাটা টিয়াগো গাড়ির চালক নোরার গাড়িতে ধাক্কা মারে, তাকে আটক করা হয়। অভিযুক্ত যুবকের নাম বিজয় সপকল বলে জানা গিয়েছে। তার বিরুদ্ধে মত্ত অবস্থায়, বেপরোয়া ভাবে গাড়ি চালানোর মামলা দায়ের করা হয়। পরে গ্রেফতারও করা হয় বিজয়কে। ওই এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। </span></p> <p><span style="font-weight: 400;">অভিনয় এবং নাচের পাশাপাশি, গানের জগতেও প্রবেশ করছেন নোরা। ডেভিড গেটা, কিয়ারার সঙ্গে শীঘ্রই তাঁর একটি ‘সিঙ্গল’ মুক্ত পেতে চলেছে। পাশাপাশি, দক্ষিণ ভারতয় ছবিতেও বেশ কিছু কাজ করছেন নোরা। আন্তর্জাতিক স্তরেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন তিনি। </span></p>
from india https://ift.tt/kgL6QOn
via IFTTT
0 Comments