E-Cigarettes: ‘লোকসভায় বসে ধূমপান করছেন তৃণমূল সাংসদরা’, স্পিকারের কাছে অভিযোগ অনুরাগ ঠাকুরের

<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> লোকসভায় ই-সিগারেট সেবনের অভিযোগ তৃণমূল সাংসদের বিরুদ্ধে। সেই নিয়ে সংসদে সরব হলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। সরাসরি স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানান তিনি। তৃণমূলের কোন সাংসদ লোকসভায় ই-সিগারেট সেবন করেছেন, তাঁর নাম যদিও খোলসা করেননি অনুরাগ। তবে বেশ কয়েক দিন ধরেই ওই তৃণমূল সাংসদ লোকসভায় ই-সিগারেট সেবন করছেন বলে দাবি করেছেন। (Anurag Thakur)</span></p> <p><span style="font-weight: 400;">বৃহস্পতিবার লোকসভায় অভিযোগ জানাতে ওঠেন অনুরাগ। সরাসরি স্পিকারের কাছে জানতে চান, কক্ষের মধ্যে ই-সিগারেট সেবন করা যায় কি না। স্পিকার তাঁকে জানান, যায় না। এর পরই সুর চড়ান অনুরাগ। তিনি বলেন, &ldquo;দেশের সর্বত্র ই-সিগারেট নিষিদ্ধ। তার পরও ওঁদের অনুমতি দিয়েছেন? গত কয়েক দিন ধরেই বসে বসে (ই-সিগারেট) সেবন করছেন তৃণমূলের সাংসদরা। অবিলম্বে তদন্তের নির্দেশ দিন।&rdquo; (E-Cigarettes)</span></p> <p><span style="font-weight: 400;">অনুরাগের এই অভিযোগে তপ্ত হয়ে ওঠে লোকসভা। বিজেপি-র অন্য সাংসদরাও উঠে দাঁড়িয়ে একযোগে অভিযোগ জানাতে শুরু করেন। তুমুল বচসা শুরু হয়। স্পিকার সকলকে সংযত হতে নির্দেশ দেন। তিনি বলেন, &ldquo;সংসদীয় রীতিনীতি এবং নিয়মকানুন পালন করতে হবে আনাদের। এমন কোনও অনুযোগ এলে, আমি পদক্ষেপ করব।&rdquo;</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Delhi: BJP MP Anurag Thakur says, "I want to raise a question regarding the system. E-cigarettes are banned across the entire country have they been allowed inside Parliament? Some TMC MPs have been sitting and using e-cigarettes for several days. This is a matter concerning the&hellip; <a href="https://t.co/fQx2JTuz6L">pic.twitter.com/fQx2JTuz6L</a></p> &mdash; IANS (@ians_india) <a href="https://twitter.com/ians_india/status/1999005599867220478?ref_src=twsrc%5Etfw">December 11, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">অনুরাগ এবং বিজেপি-র অন্য সাংসদরা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানাতে চলেছেন বলে খবর। বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহ বলেন, &ldquo;(ই-সিগারেট সেবন) অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোনও সাংসদ সেবন করলে আরও দুর্ভাগ্যজনক ঘটনা।&rdquo;</span></p> <p><span style="font-weight: 400;">ই-সিগারেট আসলে বৈদ্যুতিন অথবা ব্যাটারি চালিত ডিভাইস, যার মাধ্যমে তরল গরম হয় এবং ধোঁয়া ছাড়া যায়। সাধারণত নিকোটিন এবং ভিন্ন রকমের স্বাদ যুক্ত থাকে। ই-সিগারেট ভারতে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। ই-সিগারেট তৈরি, আমদানি, বিক্রি, বিতরণ, মজুত রাখা এবং বিজ্ঞাপন, সবকিছুই নিষিদ্ধ দেশে। যদিও বেআইনি ভাবে ই-সিগারেট এবং ভেপস দেদার বিক্রি হয়।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">শুধু তাই নয়, দেশে প্রকাশ্যে, সকলের মাঝে ধূমপানও নিষিদ্ধ। সংসদভবন এবং সংসদভবন চত্বরেও ধূমপান করা যায় না। সংসদের নিয়মেও বলা রয়েছে, ধূমপান নিষিদ্ধ। আগে যে &lsquo;স্মোকিং রুম&rsquo; ছিল, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে অনেক আগেই। ২০১৫ সালে সেই নিয়ে তদানীন্তন স্পিকার সুমিত্রা মহাজনের কাছে অভিযোগও জানিয়েছিলেন সাংসদদের অনেকে।</span></p>

from india https://ift.tt/CDViBpG
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা