<p><strong>নয়াদিল্লি:</strong> গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের এক বাসিন্দারও ! গোয়ার ওই অগ্নিকাণ্ডে যে কয়েক জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ছিলেন দার্জিলিঙের বাসিন্দা সুভাষ ছেত্রীও। আগুনে ঝলসে প্রাণ হারিয়েছেন তিনি। </p> <p>[yt]https://youtu.be/qVVlMTsIc8A?si=6JFvwb0F19ljUqoO[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="৬০০ ফুট নিচে পড়ে গেল গাড়ি, নাসিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত ৬ ! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর" href="https://ift.tt/Y5M8TQz" target="_self">৬০০ ফুট নিচে পড়ে গেল গাড়ি, নাসিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত ৬ ! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর</a></p> <p>গোয়ার নাইট ক্লাবের কর্মী ছিলেন সুভাষ ছেত্রী। শেষ অবধি পাওয়া খবরে, গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ২৫ জনের। এই ঘটনা ইতিমধ্যেই ক্লাবের ম্যানেজার সমেত ৪-জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, অগ্নিকাণ্ডের আগে ক্লাবে আতসবাজি পোড়ানো হচ্ছিল। আতসবাজি থেকে আগুন লেগে থাকতে পারে বসে আশঙ্কা। ক্লাবের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঘিরে প্রশ্ন, দমকলের NOC ছিল না বলে অভিযোগ। নাইটক্লাবের ২ মালিকের বিরুদ্ধে FIR করা হয়েছে।</p> <p>দমকল সূত্রে দাবি, ঘটনায় বেশিরভাগেরই মৃত্য়ু হয়েছে দমবন্ধ হয়ে। মৃতদের মধ্যে ৪ পর্যটক, ১৪ জন ক্লাবের কর্মচারী। অগ্নিকাণ্ডে মৃত বাকি ৭ জনের পরিচয় এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। </p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/jbfC59O
via IFTTT
0 Comments