Goa Nightclub Fire : গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রধানমন্ত্রী মোদি করলেন এই ঘোষণা

<p>&nbsp;</p> <p><br /><strong>Breaking News :</strong> আনন্দের আবহ নিমেষেই বদলে গেছে বিষাদে। শীতের নাইটক্লাবের উত্তেজনা মাঝরাতের থমকে গিয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Goa Nightclub Fire)। দমকলের অনুমান, সিলিন্ডার থেকেই এই আগুন লেগেছে। যার ফলে ২৩ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী (PM Modi)। নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি।&nbsp;</p> <p><strong>মৃতের পরিবারকে ২ লক্ষ, আহতরা পাবেন ৫০ হাজার</strong><br />&nbsp;গোয়ার আরপোরায় শনিবার রাতে এই বিস্ফোরণ হয়। জনপ্রিয় নাইটক্লাবে আগুন লেগে ২৩ জনের মৃত্যু হয়েছে। গত বছর খোলা হয়েছিল এই ক্লাব। ইতিমধ্যেই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই ক্লাব।</p> <p>এই ঘটনার পর পিএম মোদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আর্পোরা, গোয়ার অগ্নিকাণ্ডের দুর্ঘটনা খুবই দুঃখজনক। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের জন্য আমার সমবেদনা রইল। আহতরা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুক। আমি গোয়ার মুখ্যমন্ত্রী ডাঃ প্রমোদ সাওয়ান্তের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছি। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে। গোয়া নাইট ক্লাব দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় ত্রাণ তহবিলে আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।"</p> <p><strong>Goa Nightclub Fire : কত জন মারা গেছেন</strong></p> <p>উত্তর গোয়ার আরপোরা গ্রামে একটি নাইটক্লাবে শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জন কর্মচারী নিহত হয়েছেন। গোয়ার পুলিশ প্রধান অলোক কুমার পিটিআইকে জানিয়েছেন যে সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুন লেগেছে। এএনআই-এর এক প্রতিবেদন অনুযায়ী পুলিশের তরফে বলা হয়েছে, "কমপক্ষে ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ক্লাবের কর্মচারীও রয়েছেন।"&nbsp;</p> <p><strong>শ্বাসরোধ হয়ে মৃত</strong></p> <p>গোয়ার পুলিশের ডিরেক্টর জেনারেল অলোক কুমার জানিয়েছেন, আগুনে পুড়ে কিছু লোক মারা গেছেন, অন্যরা শ্বাসরোধ হয়ে মারা গেছেন। পুলিশ আরও জানিয়েছে, সেই সময় ক্লাবে উপস্থিত বিপুল সংখ্যক লোক পরিস্থিতি আরও গুরুতর করে তুলেছিল। নিহতের মধ্যে ২০ জন পুরুষ এবং তিনজন মহিলা রয়েছেন।</p> <p>দুর্ঘটনার খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এটিকে "গভীর দুঃখজনক ঘটনা" বলে অভিহিত করে তিনি বলেন, নিরাপত্তার মানদণ্ডে কোনও অবহেলা পাওয়া গেলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়ায় আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটকও ছিলেন. যারা ছুটি কাটাতে গোয়া এসেছিলেন।</p>

from india https://ift.tt/iHGcy3w
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা