Karnataka News: হু হু করে বাড়ছে ডিভোর্স, সাক্ষ্য দিতে হচ্ছে পুরোহিতদের, দক্ষিণ ভারতের এই মন্দিরে বিয়েই বন্ধ হয়ে গেল

<p><span style="font-weight: 400;"><strong>বেঙ্গালুরু:</strong> জমকালো আয়োজন বা লোক না খাইয়ে মন্দিরে বিয়ের চল রয়েছে দক্ষিণ ভারতে। কিন্তু কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর প্রাচীনতম সোমেশ্বর স্বামী মন্দিরে বিয়ে বন্ধ হয়ে গিয়েছে। একরকম বীতশ্রদ্ধ হয়েই বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে মন্দিরে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, বিয়ে দিতে গিয়ে খামোকা ঝামেলা বাড়ছিল। বিবাহবিচ্ছেদ হলে সাক্ষী হিসেবে আদালেত হাজিরা দিতে হচ্ছিল পুরোহিতদের। মন্দিরের চেয়ে আদালতেই বেশি সময় কাটছিল। ঝুটঝামেলা থেকে রক্ষা পেতেই মন্দিরে বিয়ে বন্ধ করা হয়েছে। (Someshwara Swamy Temple)</span></p> <p><span style="font-weight: 400;">কয়েকশো বছর ধরেই বেঙ্গালুরুর সোমেশ্বর স্বামী মন্দিরে বিয়ের আয়োজন হয়ে আসছিল। কিন্তু গত কয়েক বছর ধরে সেখানে বিয়ের অনুষ্ঠান বন্ধ রয়েছে। অনুরোধ জানালেও তা গৃহীত হচ্ছিল না। কেন বিয়ে বন্ধ হয়ে গেল মন্দিরে, তার সদুত্তর পাচ্ছিলেন না কেউই। অবশেষে কারণ খোলসা হল। বিবাহবিচ্ছেদের ঘটনা যেভাবে বাড়ছে, তাতে আইনি ঝুটঝামেলায় জড়িয়ে পড়ছিলেন পুরোহিতরাও। সাক্ষী হিসেবে প্রায়শই ডাক পড়ছিল আদালতে। ফলে মন্দিরের চেয়ে আদালত চত্বরেই বেশি সময় কাটছিল। কোনও উপায় না দেখে মন্দিরেই বিয়ে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। (Bengaluru News)</span></p> <p><span style="font-weight: 400;">বেঙ্গালুরুর সোমেশ্বর স্বামী মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করে নির্মিত। শহরে হিন্দুমতে যাঁরা বিয়ে করতেন, তাঁদের কাছে বিয়ের আদর্শ জায়গা ছিল ওই মন্দির। প্রতিবছর শত শত বিয়ে সম্পন্ন হতো সেখানে। বৈদিক রীতিনীতি অনুযায়ী, পুরোহিতরাই বিয়ে দিতেন সকলের। কথিত ছিল, ওই মন্দিরে বিয়ে হলে, ইহকালে সেই বন্ধন ছিন্ন হবে না। কিন্তু জীবনে কোনও কিছুই যে নিশ্চিতভাবে বলা যায় না, সময়ের সঙ্গে তা অনুধাবন করতে পারেন সকলে। ওই মন্দিরে বিয়ে হওয়া অনেকেরই সংসার ভেঙে যায়। বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে বিস্তর টানাপোড়েন চলে।</span></p> <p><span style="font-weight: 400;">মন্দিরের পুরোহিতরাই যেহেতু বিয়ে দিয়েছিলেন, তাই বিবাহবিচ্ছেদ মামলায় আদালতে ডাক পড়ে তাঁদেরও। জানা গিয়েছে, দু&rsquo;বছরে ৫০টিরও বেশি বিবাহবিচ্ছেদ মামলায় আদালতে হাজিরা দিতে হয় পুরোহিতদের। আইনি ঝুটঝামেলা সামলে উঠতে হিমশিম খেতে হয় মন্দির কর্তৃপক্ষকেও। কারণ একাধিক ক্ষেত্রে দেখা যায়, পরিবারকে কিছু না জানিয়ে, বাড়ি থেকে পালিয়েও মন্দিরে বিয়ে করেন অনেকে। তাঁদের অনেকে আবার ভুয়ো নথি দেখিয়ে বিয়ে করেন। অনেক মা-বাবা আবার মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধেই অভিযোগ জানান। এতে মন্দিরের ভাবমূর্তিও নষ্ট হচ্ছিল।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">সোমেশ্বর স্বামী মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, মন্দিরের ভাবমূর্তি রক্ষার্থেই সেখানে বিয়ে বন্ধ করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনেকে। অনেকে আবার বিষয়টিতে অসন্তুষ্ট। বেশি বাড়াবাড়ি হচ্ছে বলে দাবি তাঁদের। সুপ্রিম কর্টের আইনজীবী এ আগরওয়াল বলেন, &ldquo;এখনও ধর্মীয় আচারানুষ্ঠান হয় মন্দিরে। শুধুমাত্র বিয়ে বন্ধ রাখা হয়েছে আপাতত। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।&rdquo;</span></p>

from india https://ift.tt/TgPqV3A
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা