<p><span style="font-weight: 400;"><strong>তিরুঅনন্তপুরম:</strong> কেরলে বড় সাফল্য পেল বিজেপি। তিরুঅনন্তপুরম পৌরসভা নির্বাচনে বিজয়ী হল গেরুয়া শিবির। গত ৪৫ বছর ধরে তিরুঅনন্তপুরম পৌরসভা CPM নেতৃত্বাধীন LDF জোটের দখলে ছিল। সেখানে এবার বিজেপি-র কর্তৃত্ব প্রতিষ্ঠিত হল। ওই তিরুঅনন্তপুরম লোকসভা আবার কংগ্রেসের দখলে। শশী তারুর সেখানকার সাংসদ। (Thiruvananthapuram Municipal Elections)</span></p> <p><span style="font-weight: 400;">তিরুঅনন্তপুরম পৌরসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন NDA শিবির। ১০১টি ওয়ার্ডের মধ্যে ৫০টিতে জয়ী হয়েছে তারা। তুলনায় CPM নেতৃত্বাধীন LDF জয়ী হয়েছে ২৯টি আসনে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (UDF) ১৯টি আসনে জয়ী হয়েছে। গত সপ্তাহে এক প্রার্থীর মৃত্যুর পর একটি ওয়ার্ডে নির্বাচন হয়নি। (Kerala News)</span></p> <p><span style="font-weight: 400;">পৌরসভা নির্বাচন হলেও, তিরুঅনন্তপুরম পৌরসভায় বিজেপি ও NDA-র এই জয়ে রাজনৈতিক ভারসাম্য বদলের ইঙ্গিত দেখছেন অনেকেই। বামেদের রাজনৈতিক দাপট, সেই সঙ্গে তারুরের প্রভাব, সেই সব ভেদ করেও বিজেপি-র এই জয় লঘু করে দেখতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নেতা-কর্মীদের সাধুবাদ জানিয়েছেন। কংগ্রেস মানুষের জন্য় নিবেদিত বলেও জানান তিনি। </span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="ml">നന്ദി തിരുവനന്തപുരം!<br /><br />തിരുവനന്തപുരം കോർപ്പറേഷനിൽ ബിജെപി-എൻ‌ഡി‌എയ്ക്ക് അനുകൂലമായ ജനവിധി കേരള രാഷ്ട്രീയത്തിലെ നിർണായക നിമിഷമാണ്. <br /><br />സംസ്ഥാനത്തിന്റെ വികസനസ്വപ്നങ്ങൾ നിറവേറ്റാൻ ഞങ്ങളുടെ പാർട്ടിക്കു മാത്രമേ കഴിയൂ എന്നു ജനങ്ങൾക്ക് ഉറപ്പുണ്ട്.<br /><br />ഈ ഊർജസ്വലമായ നഗരത്തിന്റെ വളർച്ചയ്ക്കായും…</p> — Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/1999795422186131757?ref_src=twsrc%5Etfw">December 13, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">তিরুঅনন্তপুরম পৌরসভায় বিজেপি এবং NDA-র জয়ে সিলমোহর পড়তেই সোশ্যাল মিডিয়ায় মোদি লেখেন, ‘ধন্যবাদ তিরুঅনন্তপুরম! তিরুঅনন্তপুরম পৌরসভা নির্বাচনে বিজেপি-NDA যে জনাদেশ পেয়েছে, তা কেরলের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। (তিরুঅনন্তপুরমের) মানুষ বুঝেছেন, আমাদের দলই রাজ্যের উন্নয়নের স্বপ্ন পূরণ করতে পারে। শহরের উন্নয়ন এবং জীবনযাত্রাকে সহজ করে তুলতে কাজ করবে আমাদের দল’।</span></p> <p><span style="font-weight: 400;">শুধুমাত্র তিরুঅনন্তপুরম নয়, ত্রিপুনিথুরা পৌরসভাও দখল করেছে NDA. সেখানেও ক্ষমতাচ্যুত হয়েছে LDF. কেরলের শহরাঞ্চলে বিজেপি এবং NDA-র এই জয় রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ। তারুর পর্যন্ত জানিয়েছেন, পৌরসভা নির্বাচনের এই ফলাফল ‘অভূতপূর্ব’। মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন বলে মত তাঁর। কংগ্রেস নেতৃত্বাধীন UDF-কেও অভিনন্দন জানিয়েছেন তারুর। </span></p>
from india https://ift.tt/2Ri9jHd
via IFTTT
0 Comments