Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরাখণ্ডে, ২ ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ৬০

<p>Train Accident: উত্তরাখণ্ডের চামোলিতে রেল দুর্ঘটনা। দুটি ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ৬০ জন। মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলার বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের পিপলকোটি টানেলের ভেতর এই দুর্ঘটনাটি ঘটে। রেলসূত্রে খবর, কর্মীদের শিফট পরিবর্তনের সময় একটি লোকো ট্রেনের সঙ্গে আরেকটি লোকো ট্রেনের সংঘর্ষ হয়। যার জেরে আহত হন ৬০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। চামোলির ডিএম গৌরব কুমার জানিয়েছেন, দুর্ঘটনায় সময় ১টি ট্রেনে ১০৯ জন ছিলেন। তাঁদের মধ্যে ৬০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতের দিকে এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে খবর। চামোলির ডিএম আরও জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়া সকলকেই উদ্ধার করা হয়েছে দ্রুততার সঙ্গে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। তা৬দের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।&nbsp;</p> <p>যে ২ ট্রেনের সংঘর্ষ হয়েছে, তার একটি ছিলেন ১০৯ জন লোক। অন্যটিতে ছিল বেশ কিছু যন্ত্রপাতি, সরঞ্জাম। পিপালকোটি সুড়ঙ্গে নিয়ে যাওয়া হচ্ছিল এইসব। সেখানে একটি প্রোজেক্ট চলছে যা THDC- এর আওতাধীন। এই যাত্রাপথেই ২টি ট্রেনের সংঘর্ষ হয় বলে খবর। আধিকারিকরা জানিয়েছেন, সুড়ঙ্গে লোকো ট্রেন পাঠানো হয় কর্মীদের এবং কাজের সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য। এক্ষেত্রে টানেলের ভিতর নির্মাণ কাজের জন্যই ২টি লোকো ট্রেনের একটিতে কর্মীদের, অন্যটিতে কাজের জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেই সময়েই ঘটে অঘটন।&nbsp;</p>

from india https://ift.tt/KA0IagL
via IFTTT

Post a Comment

0 Comments

Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরাখণ্ডে, ২ ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ৬০