Mamata Banerjee:আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা, 'বাংলাকে ভাগের চক্রান্ত..'

<p><strong>কলকাতা:</strong> আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। অভিষেককে সঙ্গে নিয়ে আজ দিল্লি যাবেন মমতা। সূত্রের খবর, আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর । আজ দিল্লির নিউ বঙ্গ ভবনে তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। বিকেল ৪ নাগাদ দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে চা চক্রে যোগ দিতে পারেন মমতা । নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না ইন্ডিয়া জোটের ৭ মুখ্যমন্ত্রী।</p> <p>মুখ্যমন্ত্রী বলেন, 'বাজেটে যে ভাবে বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছে, সেটা মানতে পারছি না। একদিকে আর্থিক বঞ্চনা, অন্যদিকে বাংলাকে ভাগের চক্রান্ত করছে। কেন্দ্রীয় মন্ত্রী নিজে বাংলাকে ভাগ করার কথা বলছেন। বিজেপির নেতারাও বাংলা ভাগের পক্ষে সওয়াল করছেন। বিজেপি নেতাদের এই ধরনের আচরণ নিন্দনীয়। বৈঠকে বলতে দিলে প্রতিবাদ জানাব।'</p> <p>আরও পড়ুন, <a title="গাংপুর বিস্ফোরণ-কাণ্ডের অভিযুক্তদের ধরে দিতে পারলেই লাখ টাকা ! নোটিস জারি NIA-র&nbsp;" href="https://ift.tt/u06szof" target="_self">গাংপুর বিস্ফোরণ-কাণ্ডের অভিযুক্তদের ধরে দিতে পারলেই লাখ টাকা ! নোটিস জারি NIA-র&nbsp;</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/oUDmPFf
via IFTTT

Post a Comment

0 Comments