Tripura News: BJP প্রার্থীর বাড়িতে উদ্ধার বিপুল পরিমাণ মাদক ! হানা দিতেই BSF-র গাড়ি ভাঙচুর, আহত ১..

<p><strong>প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা:</strong> গোটা দেশেই সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি সবসময়েই থাকে। কখনও বিমানবন্দরে , কখনও কাঁটাতারে বারবার মাদক পাচারের পর্দাফাঁসের ঘটনা ঘটেছে। পাকড়াও হয়েছে পাচারকারী। তবে এবারের ঘটনা একেবারেই ভিন্ন। উঠেছে ভয়াবহ অভিযোগ। যাত্রাপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং আসনের বিজেপি প্রার্থীর (Drug Rescue In BJP Candidate House ) বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক !</p> <p><strong>&nbsp;মাদক উদ্ধার হতেই পলাতক BJP প্রার্থী</strong></p> <p>বৃহস্পতিবার রাতে যাত্রাপুর থানার পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে বিজেপি প্রার্থী ঈমান মিয়া ওরফে বাচ্চুর বাড়িতে হানা দিয়ে প্রায় ৩৫ কেজি গাঁজা ও ৩৭৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যদিও প্রার্থী পালিয়ে যায় বাড়ি থেকে। অভিযান শেষে ফেরার পথে পুলিশ ও বিএসএফের উপর হামলার অভিযোগ। &nbsp;ভাঙচুর করা হয় তাঁদের গাড়ি, আহত হয় বিএসএফের গাড়ি চালক। সিপিআইএম জেলা সম্পাদক ভানুলাল সাহার প্রতিক্রিয়া, 'বিরোধীরা প্রার্থী পাচ্ছে না বলে যে বিজেপি দাবি করছে, সেই বিজেপি &nbsp;কাদের প্রার্থী &nbsp;করেছে এই ঘটনাগুলো তারই প্রমাণ।' বিজেপির কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।</p> <p>আরও পড়ুন, <a title="সাতসকালে গিরিশ পার্কে অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ১, ভর্তি করা হল হাসপাতালে" href="https://ift.tt/sPzw087" target="_self">সাতসকালে গিরিশ পার্কে অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ১, ভর্তি করা হল হাসপাতালে</a></p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/rOUogCx" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1722041330435000&amp;usg=AOvVaw2XSRZvqwJj22ilEeP67_9K">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p> <div class="yj6qo">&nbsp;</div> <div class="adL">বিস্তারিত আসছে...</div>

from india https://ift.tt/eRPkFxp
via IFTTT

Post a Comment

0 Comments