<p><strong>প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা:</strong> গোটা দেশেই সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি সবসময়েই থাকে। কখনও বিমানবন্দরে , কখনও কাঁটাতারে বারবার মাদক পাচারের পর্দাফাঁসের ঘটনা ঘটেছে। পাকড়াও হয়েছে পাচারকারী। তবে এবারের ঘটনা একেবারেই ভিন্ন। উঠেছে ভয়াবহ অভিযোগ। যাত্রাপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং আসনের বিজেপি প্রার্থীর (Drug Rescue In BJP Candidate House ) বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক !</p> <p><strong> মাদক উদ্ধার হতেই পলাতক BJP প্রার্থী</strong></p> <p>বৃহস্পতিবার রাতে যাত্রাপুর থানার পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে বিজেপি প্রার্থী ঈমান মিয়া ওরফে বাচ্চুর বাড়িতে হানা দিয়ে প্রায় ৩৫ কেজি গাঁজা ও ৩৭৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যদিও প্রার্থী পালিয়ে যায় বাড়ি থেকে। অভিযান শেষে ফেরার পথে পুলিশ ও বিএসএফের উপর হামলার অভিযোগ। ভাঙচুর করা হয় তাঁদের গাড়ি, আহত হয় বিএসএফের গাড়ি চালক। সিপিআইএম জেলা সম্পাদক ভানুলাল সাহার প্রতিক্রিয়া, 'বিরোধীরা প্রার্থী পাচ্ছে না বলে যে বিজেপি দাবি করছে, সেই বিজেপি কাদের প্রার্থী করেছে এই ঘটনাগুলো তারই প্রমাণ।' বিজেপির কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।</p> <p>আরও পড়ুন, <a title="সাতসকালে গিরিশ পার্কে অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ১, ভর্তি করা হল হাসপাতালে" href="https://ift.tt/sPzw087" target="_self">সাতসকালে গিরিশ পার্কে অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ১, ভর্তি করা হল হাসপাতালে</a></p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/rOUogCx" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1722041330435000&usg=AOvVaw2XSRZvqwJj22ilEeP67_9K">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p> <div class="yj6qo"> </div> <div class="adL">বিস্তারিত আসছে...</div>
from india https://ift.tt/eRPkFxp
via IFTTT
0 Comments