West Bengal By-Elections Result 2024 : আজ ৪ বিধানসভা উপনির্বাচনের ফল, গণনাকেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা

<p><strong>কলকাতা :</strong> আজ ৪টি বিধানসভা উপ নির্বাচনের ফল ঘোষণা। ৪ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ৩৫। মানিকতলা কেন্দ্রের ভোট গণনা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে। ৩টি কাউন্টিং হলে ২০ রাউন্ড করে গণনা হবে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে রানাঘাট কলেজে। ৩টি হলের মধ্যে ২টিতে ১১ রাউন্ড করে এবং আরেকটি হলে ১০ রাউন্ড গণনা হবে। রায়গঞ্জে পলিটেকনিক কলেজে হবে রায়গঞ্জ বিধানসভার ভোট গণনা। ২টি হলে ১০ রাউন্ড করে গণনা হবে। উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের গণনা হবে হেলেঞ্চা হাই স্কুলে। ২ টি হলে ১৩ রাউন্ড করে গণনা হবে।</p> <p>ছেলেধরা গুজবে আসানসোলে ধুন্ধুমার, আক্রান্ত পুলিশও। পুলিশের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগে হামলা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি উত্তেজিত জনতার। জখম এক সিভিক ভলান্টিয়ার ও কয়েকজন পুলিশকর্মী। পুলিশের ৫টি গাড়ি ভাঙচুর, আটক ৩জন।</p> <p>পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার আশঙ্কায় নিজেকেই অপহরণের নাটক ষষ্ঠ শ্রেণির ছাত্রের! দিনহাটায় স্কুল পড়ুয়াকে অপহরণের অভিযোগ নিয়ে এমনই দাবি পুলিশের।</p> <p>এসএসসি দুর্নীতিতে চাকরিহারা অঙ্কিতা অধিকারীকে পদে বসাল তৃণমূল। হাইকোর্টের নির্দেশে চাকরিহারা, মেখলিগঞ্জের বিধায়ক-কন্যাকে পদ দিল তৃণমূল। কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদক হলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। দলের নির্দেশ অনুযায়ী কাজ করব, জেলা তৃণমূলের সম্পাদকের পদ পেয়ে মন্তব্য অঙ্কিতার।</p>

from কাউন্সিলর মানেই খারাপ এটা বোধহয় ঠিক নয় : কুণাল ঘোষ https://ift.tt/G0xcFsN
via IFTTT

Post a Comment

0 Comments