Badlapur Case: RG Kar কাণ্ডের মাঝেই মহারাষ্ট্রের স্কুলে যৌন নিগ্রহ ২ শিশুকে ! মুখ খুললেন শিন্ডে, 'দোষীরা ছাড় পাবে না..'

<p><strong>নয়াদিল্লি:</strong> আর জি কর-কাণ্ড নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মহারাষ্ট্রের স্কুলে ২ শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। এর মধ্যে এক শিশুর মা-বাবাকে থানার ভিতরে ১১ ঘণ্টা বসিয়ে রেখে এফআইআর নেওয়ার বিস্ফোরক অভিযোগ করলেন মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের শীর্ষ নেতা বিজয় ওয়াদেত্তিওয়াড়। বদলাপুরের ঘটনা বাংলায় চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার চেয়েও আরও গর্হিত বলে বলে দাবি করেছেন তিনি।</p> <p>এদিন হাজার হাজার বিক্ষোভকারী বদলাপুর স্টেশনে রেলপথ অবরোধ করে। মূলত মহারাষ্ট্রের স্কুলে ২ শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে উত্তাল হয় ওই এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শেষ অবধি পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে। অনেক ক্ষুব্ধ অভিভাবক স্কুলে ভাঙচুর চালায়। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী বলেন, সিনিয়র আইপিএস অফিসারের নের্তৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠনের নির্দেশ দিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, ওই স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলাটির দ্রুত বিচার হবে। দোষীদের ছাড়া হবে না।</p> <p>আরও পড়ুন, <a title="RG Kar কাণ্ডে মুখ খুললেন সুখেন্দুশেখর, 'সত্যের পথ থেকে কেউ আমাকে সরাতে পারবে না..'" href="https://ift.tt/e7wZX3H" target="_self">RG Kar কাণ্ডে মুখ খুললেন সুখেন্দুশেখর, 'সত্যের পথ থেকে কেউ আমাকে সরাতে পারবে না..'</a></p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/61QzkND" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1724236513224000&amp;usg=AOvVaw19vhLW-DERGNZ8h2GbtQ82">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p> <div class="adL">বিস্তারিত আসছে...</div>

from india https://ift.tt/g6yJRlp
via IFTTT

Post a Comment

0 Comments