SC On RG Kar Case: RG কর-মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না, সম্ভাবনা কবে ?

<p><strong>কলকাতা:</strong> আর জি কর-মামলার শুনানির দিকে তাকিয়ে রয়েছে বাংলা তথা সারা দেশ। বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি। কিন্তু আর জি কর-মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না (RG Kar Case SC Hearing)।আগামীকাল <a title="সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/6gUxN8n" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না।&nbsp; শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে বিচারের দাবিতে আজ ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাত দখলে, শহরের রাস্তায় নেমেছে প্রতিবাদীরা।</p> <p>সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফে একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিস অনুযায়ী, আগামীকাল মহামান্য প্রধান বিচারপতি তিনি বসছেন না। ফলত এই ধরণের ক্ষেত্রে কোনও সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা থাকে না। এবং এটা কিন্তু জুডিশিয়ারির যে ডেকোরাম রয়েছে বা বিচার বিভাগীয় যে নিয়ম-রীতি রয়েছে, তার মধ্যেই পড়ে। তাই কেন প্রধান বিচারপতি বসছেন না, এই ধরণের নোটিসের ক্ষেত্রে উল্লেখ করা হয় না। শুধুমাত্র উল্লেখ করা হয়েছে , আগামীকাল <a title="সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/6gUxN8n" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না।মূলত&nbsp; আরজিকর মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারধীন রয়েছে। এবং যে মামলার শুনানি আগামীকাল হওয়ার কথা ছিল, সেই মামলার শুনানি এবার পিছিয়ে গেল।</p> <p><br /><img src="https://ift.tt/wxFO9bS" width="862" height="485" /></p> <p>আরও পড়ুন, <a title="রাত দখলের ডাকে প্রতিবাদের ঢেউ নিউটাউনে, জমায়েত তথ্য প্রযুক্তি কর্মীদের" href="https://ift.tt/RWufs3x" target="_self">রাত দখলের ডাকে প্রতিবাদের ঢেউ নিউটাউনে, জমায়েত তথ্য প্রযুক্তি কর্মীদের</a></p> <p>খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/eCBlWKu" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1725531980155000&amp;usg=AOvVaw0LqSSZPMyXiQ69hgUN1mtl">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p> <div class="yj6qo">&nbsp;</div> <div class="adL">&nbsp;</div>

from india https://ift.tt/euH1gnG
via IFTTT

Post a Comment

0 Comments