<p><strong>হাওড়া:</strong> ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ট্রেনের বাঙ্কার থেকে চাদর চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হল তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ। বছর ৫১-র ওই যাত্রীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান জিআরপি ও আরপিএফের। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাওড়া জিআরপি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। </p> <p>আরও পড়ুন, <a title="উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ, আজ কত তাপমাত্রা কলকাতায় ?" href="https://ift.tt/s6u4SOl" target="_self">উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ, আজ কত তাপমাত্রা কলকাতায় ?</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/BJjcPnq" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1732245538265000&usg=AOvVaw2p9kY1DCJXxftAemWfNOdp">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
from india https://ift.tt/KP6w30x
via IFTTT
0 Comments