<p><strong>কলকাতা:</strong> সিয়াচেনে কর্মরত অবস্থায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ান শুভঙ্কর ভৌমিক সোমবার রাতে তুষার ধসে প্রাণ হারিয়েছেন। বুধবার সন্ধ্যায় তাঁর কফিনবন্দি দেহ রাজ্যে আনা হয়। বিমানবন্দরে তাকে শেষ শ্রদ্ধা জানান, <a title="রাজ্যপাল" href="https://ift.tt/BRy4V1n" data-type="interlinkingkeywords">রাজ্যপাল</a> ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী মানিক সাহা ও অন্যান্য আধিকারিকরা। </p> <p>সোমবার রাতে তুষারধসের ফলে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। সারারাত বরফচাপা অবস্থায় থাকার পর তাকে উদ্ধার করে আনা হলেও, প্রাণ রক্ষা হয়নি। পুজোর ছুটি কাটিয়ে অক্টোবরের শেষ সপ্তাহে যোগ দিয়েছিলেন গোমতী জেলার সন্তান শুভঙ্কর ভৌমিক। বর্তমানে তার স্ত্রী, দেড় বছরের মেয়ে,বাবা, মা ও দুই ভাই রয়েছে।</p> <p>আরও পড়ুন, <a title="২০ জেলায় পেট্রোলের দরে বদল ! আজ জ্বালানি ভরাতে খরচ কত ?" href="https://ift.tt/r96LmsZ" target="_self">২০ জেলায় পেট্রোলের দরে বদল ! আজ জ্বালানি ভরাতে খরচ কত ?</a></p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/BJjcPnq" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1732245538265000&usg=AOvVaw2p9kY1DCJXxftAemWfNOdp">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p> <p>বিস্তারিত আসছে..</p> <div class="yj6qo"> </div> <div class="adL"> </div>
from india https://ift.tt/m3vP8kF
via IFTTT
0 Comments