Kumbh Mela Next : মহাকুম্ভ ২০২৫ শেষ, পরবর্তী কুম্ভমেলা কবে, কোথায় ?

<p><strong>নয়াদিল্লি :</strong> বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ মহাকুম্ভ মেলা ২০২৫ শেষ হয়েছে গত বুধবারই। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রায় ৪৫ দিন ধরে চলে এই মেলা। এবার মহাকুম্ভে জমায়েত করেন প্রায় ৬৬ কোটি ভক্ত। যা এক অর্থে নতুন রেকর্ড। গঙ্গা, যমুনা ও সরস্বতীয় সঙ্গম ত্রিবেণী সঙ্গমে বহু পুণ্যার্থী সেরেছেন পুণ্যস্নান। এটা বলা হচ্ছে যে, কুম্ভমেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রায় ৩৪ কোটির দ্বিগুণ তীর্থযাত্রীর জমায়েতের আয়োজন করা হয়েছে।</p> <p><strong>পরবর্তী কুম্ভমেলা কবে, কোথায় ?</strong></p> <p>পরবর্তী কুম্ভমেলা আয়োজিত হবে ২০২৭ সালে। মহারাষ্ট্রের নাসিকে। ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হবে ত্রিমবকেশ্বরে। যা নাসিক থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে। এই শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। যা দেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। ১২ জ্যোতির্লিঙ্গের অন্যতম ত্রিমবকেশ্বর শিব মন্দির এখানে। রিপোর্ট অনুসারে, ২০২৭ সালে কুম্ভমেলা আয়োজিত হবে ১৭ জুলাই থেকে ১৭ অগাস্ট পর্যন্ত। এই পরিস্থিতিতে নাসিক কুম্ভমেলা ঘিরে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন মহারাষ্ট্র্রে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। মুম্বইয়ে NASSCOM Technology and Leadership Forum 2025-এ বক্তব্য রাখার সময় একথা জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, পবিত্র জলে যাঁরা স্নান করতে পারবেন না তাঁদের ভার্চুয়ালি বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রযুক্তি।</p> <p>বিস্তারিত আসছে...</p>

from india https://ift.tt/75PszB9
via IFTTT

Post a Comment

0 Comments