<p><strong>নয়াদিল্লি :</strong> চাকরি থেকে অবসরের পর পিএফের টাকাটা বড় সম্বল হয়ে ওঠে অবসরপ্রাপ্তদের। কাজেই সুদ-বাবদ সেই প্রাপ্তির টাকার দিকে মুখিয়ে থাকেন কমবেশি সকলেই। এহেন PF-এ গত অর্থবর্ষের সুদের হারই বজায় রইল। ২০২৪-'২৫ অর্থবর্ষে ৮.২৫ হারেই সুদ জমা পড়বে পিএফ অ্যাকাউন্টে। এমনই সিদ্ধান্ত নিয়েছে EPFO।</p> <p>২০২৪-এর ফেব্রুয়ারি মাসে , EPF-এ সুদের হার বাড়িয়ে করেছিল ৮.২৮ শতাংশ। ২০২৩-'২৪ অর্থবর্ষের জন্য এই হার ঘোষণা করা হয়। ২০২২-'২৩ অর্থবর্ষে যেটা ছিল ৮.১৫ শতাংশ। </p> <p>চার যুগ পরে, ২০২২-এর মার্চ মাসে EPF-এ সুদের হার কমিয়েছিল EPFO। ২০২১-'২২ অর্থবর্ষে ৭ কোটির বেশি পিএফ-হোল্ডারের জন্য সুদের হার কমে দাঁড়ায় ৮.১ শতাংশে। অথচ ২০২০-'২১ অর্থবর্ষে তা ছিল ৮.৫ শতাংশ। ১৯৭৭-'৭৮ সালের পর ২০২০-'২১ অর্থবর্ষে পিএফে সুদের হার নেমে হয় সবথেকে কম। ৮.১০ শতাংশ।</p> <p>সবিস্তারে আসছে...</p>
from india https://ift.tt/RjXh8TJ
via IFTTT
0 Comments