Maha Kumbh 2025: বৃদ্ধা মা-কে ঘরে তালাবন্দি রেখে বউ-বাচ্চাদের নিয়ে মহাকুম্ভে ছেলে ! উদ্ধারের সময় খিদের জ্বালায় প্লাস্টিক খেতে যাচ্ছিলেন মহিলা

<p><strong>রামগড় (ঝাড়খণ্ড) :</strong> বউ-বাচ্চাদের নিয়ে মহাকুম্ভে যাবেন। সেই কারণে বৃদ্ধা মা-কে তাঁর ঘরে তালাবন্দি করে রাখলেন ছেলে। চলতি সপ্তাহেই অসহায় সেই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। ঝাড়খণ্ডের রামগড় জেলার ঘটনা। Maha Kumbh 2025</p> <p>পরিবারকে নিয়ে গত সোমবার প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার উদ্দেশে রওনা দেন অখিলেশ প্রজাপতি নামের ওই ব্যক্তি। তার আগে ৬৫ বছরের বৃদ্ধা মা সঞ্জু দেবীকে ঘরে তালা দিয়ে আটকে রেখে যান। এভাবে তালাবন্দি থাকতে থাকতে হতাশাগ্রস্ত হয়ে পড়েন বৃদ্ধা। অসহায় অবস্থায় বুধবার তিনি সাহায্য চান। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রে এমনই খবর।&nbsp;তাঁরা কান্না-আর্তনাদ শুনতে পেয়ে, প্রতিবেশীরা দরজা ভেঙে ভিতরে ঢোকেন। এরপর বৃদ্ধার মেয়ে চাঁদনি দেবীকে খবর দেন। তিন দিন ধরে শুধুমাত্র জল ও ভাত খেয়েই ছিলেন বৃদ্ধা। খিদের জ্বালায় খুবই দুর্বল হয়ে পড়েছিলেন । প্রতিবেশীরা যখন দরজা খুলে ভিতরে ঢোকেন তখন তাঁরা দেখেন, পেটের খিদে নিবারণ করতে প্লাস্টিক খাওয়ার চেষ্টা করছিলেন সঞ্জু দেবী। এই দৃশ্য দেখে তাঁরা হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে তাঁরা বৃদ্ধার পর্যাপ্ত খাবার দেন।&nbsp;</p> <p>এদিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসেন বৃদ্ধার মেয়ে ও তাঁর মামা মানস মাহাতো। স্থানীয় পুলিশকে ঘটনাটি জানানো হয়। পুলিশ এসে তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এরপর ফোনে প্রজাপতির সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তখন তিনি পুলিশকে জানান, সোমবার বেলা ১১টা নাগাদ তিনি ও তাঁর পরিবার বাড়ি থেকে বেরিয়ে গেছেন। তার আগে মায়ের জন্য খাবার রেখে গিয়েছিলেন। ভাত এবং অন্যান্য সামগ্রী রেখে দেওয়া হয়েছিল। শুধু তা-ই নয়, প্রজাপতি এমনও দাবি করেন যে, মহাকুম্ভের মেলায় যাওয়ার জন্য তাঁর মা-ই তাঁদের উৎসাহিত করেছিলেন। মা অসুস্থ থাকায় তাঁকে তাঁরা সঙ্গে নিয়ে যেতে পারেননি।&nbsp;&nbsp;</p> <p>ঘটনা নিয়ে রামগড় থানার ইন্সপেক্টর কৃষ্ণ কুমার জানান, ওই বৃদ্ধা মহিলাকে ঘরে তালা বন্ধ করে রেখে যাওয়া হয়েছে বলে তাঁরা খবর পান। তাঁর ছেলে, বউমা ও তাঁদের সন্তানরা মেলার জন্য বেরিয়ে গিয়েছিলেন। যদি অভিযোগ দায়ের হয় তাহলে এনিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।&nbsp;</p> <p>একই সুরে রামগড়ের এসপি অজয় কুমার বলেন, এই কাজ "সম্পূর্ণ অমানবিক।" অভিযোগ দায়ের হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, মহাকুম্ভ মেলা দেখতে যাওয়ার জন্য কাতারে কাতারে মানুষ এখনও ভিড় জমাচ্ছেন। ট্রেনে-বাসে-ব্যক্তিগত গাড়ি ভাড়া করে কোটি কোটি মানুষ হাজির হচ্ছেন প্রয়াগরাজে। বহু জমায়েতের জেরে দুর্ঘটনার ছবিও সামনে এসেছে।&nbsp;</p>

from india https://ift.tt/78fvS90
via IFTTT

Post a Comment

0 Comments