<p><strong>নয়াদিল্লি:</strong> মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুকুম্ভ মন্তব্য ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতিতে। গতকালই মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা। এবার সোজা মহাকুম্ভেই পৌঁছে গেলেন শুভেন্দু। সারলেন স্নান। ইতিমধ্যেই মহাকুম্ভে স্নান সেরেছেন <a title="অমিত শাহ" href="https://ift.tt/MUoLeDl" data-type="interlinkingkeywords">অমিত শাহ</a>, নরেন্দ্র মোদি-সহ বিজেপির শীর্ষনেতারা। এবার সেই পথে রাজ্যের বিরোধী দলনেতাও। </p> <p>আরও পড়ুন, <a title="ট্যাংরা হত্যাকাণ্ডে দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ১২টি চাবির গোছা, মেঝেয় নীলরঙা বোতামে রক্ত !" href="https://ift.tt/QZumRIr" target="_self">ট্যাংরা হত্যাকাণ্ডে দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ১২টি চাবির গোছা, মেঝেয় নীলরঙা বোতামে রক্ত !</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ) </p>
from india https://ift.tt/KxbfLl1
via IFTTT
0 Comments