Hampi Tourists Assault Case: হেরিটেজ সৌধর কাছে দুই তরুণীকে গণধর্ষণ, একজন ইজরায়েলি নাগরিক, তুঙ্গভদ্রার খালে ধাক্কা সহযাত্রীদের

<p><span style="font-weight: 400;"><strong>বেঙ্গালুরু:</strong> ভারতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হলেন ইজরায়েলের তরুণী। আর এক ধরুণীকেও গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। দেহ উদ্ধার হয়েছে আর এক পর্যটকের।&nbsp; হেরিটেজ সৌধ হাম্পির কাছে এই জঘন্য অপরাধ ঘটানো হয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসা চলছে নির্যাতনের শিকার দুই তরুণীর। (Hampi Tourists Assault Case)</span></p> <p><span style="font-weight: 400;">জানা গিয়েছে, ২৭ বছর বয়সি ইজরায়েলি তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আর এক তরুণীকেও গণধর্ষণ করা হয়। কর্নাটকের প্রযুক্তি শহর বেঙ্গালুরু থেকে ৩৫০ কিলোমিটার দূরে তুঙ্গভদ্রা নদীর সঙ্গে সংযুক্ত কোপ্পাল খালের তীরে তারা দেখতে গিয়েছিল পাঁচ জনের একটি দল। ওই দুই তরুণী ছাড়াও, আমেরিকা থেকে আসা এক পর্যটক, মহারাষ্ট্র এবং&nbsp; ওড়িশা থেকে যাওয়া আরও দুই যুবক ছিলেন ওই দলে। (Karnataka News)</span></p> <p><span style="font-weight: 400;">জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দেখতে গিয়েছিলেন ওই পাঁচ জন। সেই সময় দুষ্কৃতীদের দল তাঁদের উপর চড়াও হয়। তিন জন পুরুষকে ঠেলে তুঙ্গভদ্রার খালে ফেলে দেওয়া হয়। তাঁদের মধ্যে দু&rsquo;জন সাঁতরে ডাঙায় উঠতে সফল হোন। কিন্তু ওড়িশা থেকে যাওয়া যুবক জলে ডুবে যান। শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়েছে। </span><span style="font-weight: 400;">স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে দুই নির্যাতিতার।</span></p> <p><span style="font-weight: 400;">কোপ্পালের পুলিশ সুপার রাম এল আরাসিদ্দি জানিয়েছেন, দুই মহিলা এবং তিন পুরুষ ছিলেন। দু'জন বিদেশি পর্যটক, একজন ইজরায়েলের, অন্য জন আমেরিকার। সানাপুরে তাঁদের উপর হামলা হয়। আক্রান্ত মহিলা জানিয়েছেন, তাঁদের মারধর করা হয়। এর পর যৌন নির্যাতন চলে। যে হোমস্টে-তে ছিলেন তাঁরা, তার মালিক জানিয়েছেন, রাতে খাবার পর তুঙ্গভদ্রার তীরে তারা দেখতে গিয়েছিলেন পাঁচ পর্যটক। সেই সময় বাইকে চেপে এসে হামলা চালায় দুষ্কৃ্তীরা। রাত ১০.৩০টা নাগাদ ওই তিন দুষ্কৃতী তুঙ্গভদ্রার খালের তীরে হাজির হয় এবং পেট্রোল কেনার জন্য প্রথমে ১০০ টাকা চায়। পর্যটকরা টাকা দিতে রাি না হলে ঝাঁপিয়ে পড়ে। পর্টকরা সংখ্যায় বেশি হলেও, দুষ্কৃতীরা অনেক বেশি আগ্রাসী ছিল এবং প্রথমেই তিন পুরুষকে ধাক্কা দিয়ে জলে ফেলে দে।</span></p> <p><span style="font-weight: 400;">এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তিন জন মিলে হামলা চালায় এবং গণধর্ষণ করে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলেই খবর। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।</span></p>

from india https://ift.tt/Q15PbMi
via IFTTT

Post a Comment

0 Comments