<p><strong>মুম্বই:</strong> আগের মতো বড়পর্দায় সেভাবে দেখা যায় না তাঁকে। ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় ছিলেন না বহুদিন। কিন্তু নতুন করে ফের খবরর শিরোনামে উঠে এলেন বলিউড অভিনেতা, কঙ্কনা সেনশর্মার প্রাক্তন স্বামী রণবীর শোরে। ৫২ বছর বয়সি রণবীরকে একটি ডেটিং অ্যাপ-এ দেখা গিয়েছে। সেখানে কেমন সঙ্গী চান, তার যে বিবরণ দিয়েছেন রণবীর, তা নিয়েই জোর চর্চা এই মুহূর্তে। (Ranvir Shorey)</p> <p>ডেটিং অ্যাপ Bumble-এ রণবীরের প্রোফাইল রয়েছে বলে জানা গিয়েছে। Reddit-এ রণবীরের প্রোফাইল সকলের সামনে তুলে ধরেছেন একজন। সেখানে নিজের পরিচয় দিতে গিয়ে রণবীর লিখেছেন, 'থিয়েটার, ছায়াছবি ও টেলিভিশন অভিনেতা'। মহিলা সঙ্গী খুঁজছেন বলেও লেখা রয়েছে প্রোফাইলে। সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে অনুঘটকের কাজ করতে পারে কী, সেই প্রশ্নের উত্তরে লেখা রয়েছে, 'হিন্দু'। রণবীর হিন্দু ধর্মাবলম্বী সঙ্গী খুঁজছেন বলেই তাই মনে করছেন সকলে। মহিলাদের জন্য তাঁর মনজয়ের উপায়ও বাতলে দিয়েছেন রণবীর, রসবোধ। (Ranvir Shorey on Dating App)</p> <p>Bumble-এ রণবীরের ছবি সম্বলিত ওই প্রোফাইলটি সত্যিই সত্যিই অভিনেতার কি না, আলাদা করে তা যাচাই করে দেখেনি এবিপি আনন্দ। তবে তাঁকে নিয়ে গুঞ্জন খারিজও করে দেননি রণবীর, কোনও মন্তব্যও করেননি। ডেটিং অ্যাপে রণবীরের প্রোফাইল থাকার মধ্যে যদিও অস্বাভাবিক কিছু দেখছেন না নেটিজেনরা। জীবনে কাউকে না কাউকে প্রয়োজন পড়ে বলে মত তাঁদের। অভিনেতা হয়েও আর পাঁচজনের মতো রণবীর ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন, যা ইতিবাচক বলে মনে করছেন অনেকেই।</p> <p><br /><img src="https://ift.tt/kNyAKXJ" width="687" height="386" /></p> <p>২০০৭ সালে সম্পর্কে জড়ান কঙ্কনা এবং রণবীর। রজত কপূরের ছবি 'মিক্সড ডাবলস'-এ অভিনয়ের সময় আলাপ। পরে আরও একটি ছবিতে কাজ। ঘনিষ্ঠতা বাড়ে ধীরে ধীরে। তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও, প্রকাশ্যে সেই নিয়ে কোনও মন্তব্য করেননি কঙ্কনা এবং রণবীর। যদিও প্রায়শই একসঙ্গে দেখা যেত তাঁদের। একেবারে বাগদান সেরে সকলকে জানান।</p> <p>২০১০ সালে কঙ্কনা এবং রণবীর সাতপাকে বাঁধা পড়েন। সেই অনুষ্ঠানও ছিল ছিমছাম। পরিবারের লোকজনকে সাক্ষী রেখে, লোকচক্ষুর আড়ালে বিয়ে সারেন। ২০১১ সালে কঙ্কনা এবং রণবীরের ছেলে হারুনের জন্ম। কিন্তু যত সময় এগোয়, তাঁদের সম্পর্কের সুতো আলগা হয়ে যায়। একটি সাক্ষাৎকারে নিজেকে 'সিঙ্গল মাদার' বলে উল্লেখ করেন কঙ্কনা। শেষ পর্যন্ত ২০১৫ সালে বিচ্ছেদের খবর স্বীকার করেন। বিচ্ছেদের জন্য নিজেকেই দোষারোপ করেন রণবীর। ছেলে হারুনের সঙ্গে যদিও প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন তিনি। </p>
from india https://ift.tt/NCdarXQ
via IFTTT
0 Comments