Uttar Pradesh News: রামনবমীতে রাজ্যজুড়ে মাংস বিক্রি বন্ধ, চৈত্র নবরাত্রিতে মন্দিরের ৫০০ মিটারের মধ্যে করা যাবে না এই কাজ; বিশেষ নির্দেশ যোগী-রাজ্যে

<p><strong>লখনউ :</strong> ধর্মীয় স্থান থেকে ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি করা যাবে না। চৈত্র নবরাত্রির ৯ দিনের জন্য রাজ্যজুড়ে এই নির্দেশ জারি করল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। রবিবার থেকেই এই উৎসব শুরু হচ্ছে। এর পাশাপাশি বেআইনি কসাইখানা বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। ৬ এপ্রিল পালিত হবে রামনবমী। সেই উপলক্ষে রাজ্য সরকারের বিশেষ নির্দেশ, রাজ্যজুড়ে সম্পূর্ণ বন্ধ থাকবে মাংস বিক্রি।</p> <p>এই মর্মে নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের নগরোন্নয়ন দফতরের মুখ্যসচিব অমৃত অভিজিৎ। তিনি সব জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুর কমিশনারদের নির্দেশ দিয়েছেন যাতে বেআইনি কসাইখানা এখনই বন্ধ করতে হবে এবং ধর্মীয় স্থানের কাছাকাছি মাংস বিক্রিও বন্ধ করতে বলা হয়েছে। এই নির্দেশিকা যাতে কার্যকর হয় এবং পুলিশ, স্বাস্থ্য, পরিবহন ও খাদ্য নিরাপত্তা দফতরের আধিকারিকরা যাতে বিষয়টি খতিয়ে দেখেন তারজন্য জেলাস্তরে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।</p> <p>নির্দেশ অমান্য করলে অভিযুক্তদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পৌরনিগম আইন ও খাদ্য নিরাপত্তা আইনে কড়া ব্য়বস্থার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে উত্তরপ্রদেশ সরকারের তথ্য ও জনসংযোগ অধিকর্তা বলেন, "নবরাত্রিতে ৫০০ মিটারের মধ্যে মাছ-মাংসের কোনও দোকান থাকবে না। এমনকী এই বৃত্তের বাইরেও, লাইসেন্সের টার্ম মেনে বিক্রি করতে হবে। খোলা জায়গায় কেউ বিক্রি করবে না। রামনবমীর দিন সব দোকান বন্ধ থাকবে।"</p> <p>উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংশ্লিষ্ট আধিকারিকদের নবরাত্রি ও রামনবমীর দিন রাজ্যে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বলেছেন।</p>

from india https://ift.tt/JzX8oKV
via IFTTT

Post a Comment

0 Comments

Weather Update: পড়বে বাজ, টানা ৩ দিন চলবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি ! কলকাতা-সহ রাজ্যের ২০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি IMD-র