Surat-Kolkata Flight: বিমানের শৌচাগারে ঢুকে বিড়িতে সুখটান, টেনে নামানো হল বাঙালি যাত্রীকে, গ্রেফতার করল পুলিশ

<p><span style="font-weight: 400;"><strong>সুরত:</strong> বিমানের শৌচাগারে বিড়িতে সুখটান। গ্রেফতার হলেন এক বাঙালি যাত্রী। কর্মসূত্রে পশ্চিমবঙ্গ থেকে গুজরাত দিয়েছিলেন ওই ব্যক্তি। বিমানে চেপে বাড়ি ফিরছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু ফেরার সময় বিমানের শৌচাগারে ঢুকে বিড়ি ধরান। তাতেই পুলিশ ডেকে হাতকড়া পরানো হয় তাঁকে। তাঁর কাছ থেকে বিড়ির প্যাকেট, দেশলাইয়ের বাক্সও উদ্ধার হয় বলে জানা গিয়েছে। (Surat-Kolkata Flight)</span></p> <p><span style="font-weight: 400;">বৃহস্পতিবার সুরত বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সুরত থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল IndiGo বিমানের। উড়ানের আগে বিমানবন্দরে দাঁড়িয়েছিল বিমানটি। শেষ মুহূর্তের তদারকি চলছিল। সেই সময় বিমানের শৌচাগার থেকে পোড়া গন্ধ ভেসে আসে। এক বিমানসেবিকা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এতে একটি দল ছুটে আসে। আর তাতেই আসল ঘটনা সামনে আসে। (Viral News)</span></p> <p><span style="font-weight: 400;">অশোক অনুকূল বিশ্বাস নামের পশ্চিমবঙ্গের এক বাসিন্দা বিমানের শৌচাগারে বিড়ি ধরান বলে জানা গিয়েছে। গুজরাতের নবসারিতে কর্মরত অশোক। বিমানে চেপে বাড়ি ফিরছিলেন। তাঁর কাছ থেকে বিড়ির প্যাকেট এবং দেশলাইয়ের বাক্সও উদ্ধার হয়। এর পর অশোককে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয় থানায় খবর দেওয়া হয়। সেখান থেকে পুলিশ পৌঁছয় বিমানবন্দরে এবং গ্রেফতার করে অশোককে।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে বেজে ৩৫ মিনিটে বিমানটি ওড়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক গোলযোগের জেরে এমনিতেই বিমানটি উড়তে দেরি হচ্ছিল। বিকেল ৫টা বেজে ৩০ মিনিট নাগাদ প্রথম পোড়া গন্ধ পাওয়া যায়, ধোঁয়াও দেখতে পান যাত্রীরা। সেই মতো বিমানসেবিকা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। তাতেই তল্লাশি শুরু হয় এবং অশোকের কাছ থেকে বিড়ি-দেশলাি উদ্ধার হয়। এসব করতে গিয়ে আরও দেরি হয়ে যায় বিমানটি উড়তে।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">অশোককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ১২৫ ধারায় মামলা দায়ের হয়েছে, অর্থাৎ তাঁর জন্য অন্য যাত্রীদের জীবন বিপন্ন হতে বসেছিল। বিমান সংস্থার তরফে বিষয়টি নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে বিমান সংস্থার তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এক্ষেত্রে একাধিক প্রশ্ন উঠে আসছে। বিমানের মধ্যে থেকে অশোককে গ্রেফতার করা হলেও, বিমানবন্দরে তাঁর কাছে থাকা বিড়ি-দেশলাই সকলের নজর এড়িয়ে গেল কী করে, উঠছে প্রশ্ন।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">IndiGo সংস্থার সুরত থেকে কলকাতাগামী ওই বিমানে প্রায় ৭০ যাত্রী সওয়ার ছিলেন। গোটা ঘটনায় আতঙ্ক ছড়ায় তাঁদের মধ্যে। ১৯৩৭ সালের ভারতীয় বিমান আইন অনুযায়ী, বিমানে ধূমপান নিষিদ্ধ। সেটি অপরাধমূলক আচরণ হিসেবেও গণ্য হয়। এক্ষেত্রে বিমান থেকে ওই যাত্রীকে নামিয়ে দেওয়ার পাশাপাশি, তাঁর জেলও হতে পারে। তিন মাস থেকে দু'বছর পর্যন্ত বিমানে ওঠাও নিষিদ্ধ করা যেতে পারে তাঁর।</span></p>

from india https://ift.tt/K52qyaI
via IFTTT

Post a Comment

0 Comments