Kolkata News: সংস্থার তরফে নিতে এসেছে ভেবে গাড়িতে পা, পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে 'অপহৃত' ১০ শ্রমিক !

<p><strong>কলকাতা:</strong> পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে অপহৃত ১০ শ্রমিক, অভিযোগ পরিবারের। বাড়িতে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়েছে বলে শ্রমিকদের পরিবারের দাবি।</p> <p>https://www.youtube.com/watch?v=y2WURsa8pvw</p> <p>গত বুধবার ১০ জন পরিযায়ী শ্রমিক তামিলনাড়ুতে বিস্কুট কারখানায় কাজে যোগ দিতে যান পরিবারের দাবি, সংস্থার তরফে নিয়ে যেতে এসেছে ভেবে তাঁরা একটি গাড়িতে ওঠেন। তাঁদের অভিযোগ, এরপরই শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে ফোন করা হয়। শ্রমিকরা জানান, তাঁদের মারধর করা হয়েছে, একজনের মাথা ফেটেছে। চারজনের পরিবার টাকা পাঠানোর পর, শ্রমিকদের মোবাইল বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।&nbsp;</p> <p>গতকাল নবগ্রাম থানার দ্বারস্থ হয়েছে শ্রমিকদের পরিবার, মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে তামিলনাড়ু পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ৬ জন পরিযায়ী শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তাঁদের পরিবার জানিয়েছে। কে বা কারা অপহরণ করেছিল তা এখনও স্পষ্ট নয়।</p> <p>আরও পড়ুন, <a title="৭ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি আজ, সপ্তাহান্তে কলকাতায় ৩৮ ডিগ্রি ছুঁতে পারে পারদ !" href="https://ift.tt/kmyDf2S" target="_self">৭ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি আজ, সপ্তাহান্তে কলকাতায় ৩৮ ডিগ্রি ছুঁতে পারে পারদ !</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/OBlL1Mq
via IFTTT

Post a Comment

0 Comments

Weather Update: পড়বে বাজ, টানা ৩ দিন চলবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি ! কলকাতা-সহ রাজ্যের ২০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি IMD-র