Mamata Banerjee: লন্ডনে গিয়ে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী, 'লজ্জা..,আপনার পতন হবেই' ! কী বলছেন দিলীপ, সুকান্তরা ?

<p><strong>কলকাতা:</strong> লন্ডনে গিয়ে আর জি কর কাণ্ডে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী। অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে বিক্ষোভ। টাটাদের সিঙ্গুর-ত্য়াগের প্রসঙ্গ তোলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে কোন কোন কোম্পানি এসেছে তা নিয়ে প্রশ্ন করা, আর জি কর কাণ্ড নিয়ে প্রশ্ন থেকে গো ব্য়াক স্লোগান। বামেদের পাশাপাশি এবার তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।</p> <p>[yt]https://www.youtube.com/watch?v=bSuivRLfvsc[/yt]</p> <p>এক্স পোস্টে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি। সুকান্ত মজুমদার লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি গণতন্ত্রের তথাকথিত চ্যাম্পিয়ন, এখন ব্রিটেনেও তাঁকে বাঙালিদের রোষের মুখে পড়তে হচ্ছে! "আপনি অভয়াকে খুন করেছেন! আপনি কেন হিন্দুদেরবিষয়ে নীরব? আপনি টাটাদের তাড়িয়েছেন!" - এই সব কর্কশ সত্যের মুখোমুখি হতে হল তাঁকে। বাস্তবটা স্পষ্ট: বাঙালি, তা সে বাংলারই হোক কী বাংলার বাইরের, সবাই তাঁর ভণ্ডামি ধরে ফেলেছে। তিনি বাংলাকে নৈরাজ্য, তোষণ, দুর্নীতি এবং বেকারত্বের দিকে ঠেলে দিয়েছেন। এখন তিনি হাইড পার্কে গিয়ে পিছন দিকে হাঁটছেন, ঠিক যেভাবে তিনি বাংলাকে বহু বছর পিছিয়ে দিয়েছেন। ২০২৬-এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বাংলা জাগবে এবং আপনার পতন হবেই। লজ্জা @ মমতা অফিসিয়াল দিদি!' পাশাপাশি&nbsp; কটাক্ষ করেছেন <a title="দিলীপ ঘোষ" href="https://ift.tt/nzMQjwm" data-type="interlinkingkeywords">দিলীপ ঘোষ</a>ও। বলেছেন, উনি তো মিথ্যে কথাই বলেন। বিদেশে গিয়ে পশ্চিমবাংলাকে নিয়ে লোক হাসাচ্ছেন <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/rGAiN3S" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>।'&nbsp; &nbsp;</p> <p>আরও পড়ুন,<a title=" 'অক্সফোর্ডে গিয়ে দিদিকে থামাতে চাইছে ওরা, জ্বলে ওঠো দিদি, তুমি বাংলার আগুন..' ! পাল্টা কুণাল-সৌগতরা" href="https://ift.tt/3YLpGzU" target="_self"> 'অক্সফোর্ডে গিয়ে দিদিকে থামাতে চাইছে ওরা, জ্বলে ওঠো দিদি, তুমি বাংলার আগুন..' ! পাল্টা কুণাল-সৌগতরা</a></p>

from india https://ift.tt/5Rq8YkV
via IFTTT

Post a Comment

0 Comments

Air India: মুখে মদের গন্ধ ! বিমানবন্দরেই এয়ার ইন্ডিয়ার পাইলটকে আটকাল কর্তৃপক্ষ