Weather Update:দোলের আগেই চড়া রোদ, আগামী ৪৮ ঘণ্টায় পারদ পতনের পূর্বাভাস ! কেমন থাকবে আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ?

<p><strong>অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :</strong> সপ্তাহ পেরোলেই দোল উৎসব। তার আগে দক্ষিণবঙ্গে সামান্য কমল দিন ও রাতের তাপমাত্রা। আগামী দু'দিনে আরও কমতে পারে তাপমাত্রা। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিঙে। সব মিলিয়ে কেমন থাকবে আবহাওয়া ? দেখুন একনজরে&nbsp;</p> <p>[yt]https://www.youtube.com/watch?v=738LF5HTTGI[/yt]</p> <p><strong>কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?</strong></p> <p>দক্ষিণবঙ্গে সামান্য কমল দিন ও রাতের তাপমাত্রা। আগামী দু'দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। রাতের তাপমাত্রা &nbsp;স্বাভাবিকের ওপরে। দিনের তাপমাত্রা কোথাও কোথাও সামান্য নামলো স্বাভাবিকের তুলনায়। আপাতত পরিষ্কার আকাশ। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুদিন সপ্তাহের মাঝে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। কলকাতায় সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসের নেমে যেতে পারে পারদ। সপ্তাহের শেষে অর্থাৎ সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়বে। &nbsp;</p> <p><strong>কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?</strong></p> <p>শনিবার ওপরের চার জেলাতে বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা ওঠানামা করবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৯ মার্চ রবিবার। আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে।উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের চার জেলায়।</p> <p>আজ ও আগামীকাল দার্জিলিং এ হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ- সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল দার্জিলিংয়ের সঙ্গে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস।শুক্র ,শনি, রবি এই তিন দিন বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায়। বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার। চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। আগামী ৪ থেকে ৫ দিনে, বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা&nbsp; প্রভাব পড়বে না । পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।</p> <p><strong>কেমন আবহাওয়া উত্তরবঙ্গ ও কলকাতায় ?</strong></p> <p>কলকাতায় সামান্য কমল, দিন ও রাতের তাপমাত্রা। স্বাভাবিকের ওপরে রাতের তাপমাত্রা। স্বাভাবিকের সামান্য নীচে দিনের তাপমাত্রা। পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দুদিনে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। সপ্তাহের মাঝে সামান্য কমলেও সপ্তাহান্তে ফের বাড়বে তাপমাত্রা।কলকাতার তাপমান আজ &nbsp;সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩২ থেকে ৮৯ শতাংশ।&nbsp;</p> <p>আরও পড়ুন, <a title="হাসপাতাল থেকে ছাড়া পেতেই ট্যাংরাকাণ্ডে গ্রেফতার প্রসূন দে, 'মৃত্যুর রাস্তা বেছে নিতে চাই..'!" href="https://ift.tt/FnwTlmo" target="_self">হাসপাতাল থেকে ছাড়া পেতেই ট্যাংরাকাণ্ডে গ্রেফতার প্রসূন দে, 'মৃত্যুর রাস্তা বেছে নিতে চাই..'!</a></p> <p><strong>সারা দেশে কেমন আবহাওয়া ?</strong></p> <p>ভিনরাজ্যে কর্ণাটক উপকূল সংলগ্ন এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কঙ্কন এবং গোয়াতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ ও সংলগ্ন এলাকায়।</p>

from india https://ift.tt/6ITOobH
via IFTTT

Post a Comment

0 Comments