<p><strong>নয়াদিল্লি:</strong> লাগাতার জাতি গণনার দাবি জানিয়ে আসছিলেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী বিশেষ করে বার বার এই দাবিতে সরব হয়েছেন। বিরোধীদের সেই দাবিতেই এবার সিলমোহর দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের। জাতি গণনা দেশের আগামী জনগণনার অংশ হতে চলেছে বলে জানানো হল। দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।</p> <p>মন্ত্রিসভার বৈঠকে কী কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই জনগণনায় জাতি গণনাকে যুক্ত করার কথা ঘোষণা করেন তিনি। অশ্বিনী বলেন, "মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী জনগণনার অংশ করা হবে জাতি গণনাকে।"</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi | "Cabinet Committee on Political Affairs has decided today that Caste enumeration should be included in the forthcoming census," says Union Minister Ashiwini Vaishnaw on Union Cabinet decisions. <a href="https://t.co/0FtK0lg9q7">pic.twitter.com/0FtK0lg9q7</a></p> — ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1917531309255049427?ref_src=twsrc%5Etfw">April 30, 2025</a> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </blockquote> <p>সবিস্তার আসছে</p>
from india https://ift.tt/X6mcio0
via IFTTT
0 Comments