Pahalgam Incident Update: ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অধিকৃত কাশ্মীরে সব বিমান পরিষেবা বাতিল ঘোষণা !

<p><strong>নয়াদিল্লি :</strong> পহেলগাঁও হামলায় প্রচণ্ড ক্ষুব্ধ গোটা ভারত। পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার দাবি দিন দিন জোরাল হচ্ছে দেশজুড়ে। দেশবাসীর মনোভাব আঁচ করে তিন বাহিনীকেই জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে থরহরি কম্প অবস্থা পাকিস্তানের। ধারেভারে কোনওভাবেই যে ভারতকে পাল্লা দেওয়া যাবে না, তা ঠারেঠোরে জানে পাকিস্তান। তাই ভারতের বাহিনী-তৎপরতার মধ্যেই এবার নিরাপত্তার কারণে বিমান পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নিল পাকিস্তান। গিলগিট, স্কার্দু ও পাক-অধিকৃত কাশ্মীরের উত্তরাংশ থেকে বিমানের যাতায়াত বাতিল করা হয়েছে। স্থানীয় সংবাদ-মাধ্যমকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা PTI সূত্রের এমনই খবর। &nbsp;</p> <p>বিমানের সময়সূচি উল্লেখ করে, উর্দু ডেইলি Jang রিপোর্ট করেছে, করাচি ও লাহোর থেকে স্কার্দুগামী দু'টি বিমান বাতিল করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। উর্দু ডেউলিকেই উদ্ধৃত করে সংবাদ সংস্থা PTI বলেছে, ইসলামাবাদ থেকে স্কার্দুর দুটি বিমান ও ইসলামাবাদ থেকে গিলগিটের চারটি বিমান পরিষেবাও বাতিল করা হয়েছে। নিরাপত্তার কারণে, বুধবার গিলগিট এবং স্কার্দুতে চলাচলের জন্য নির্ধারিত সমস্ত বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ওই সংবাদপত্র জানিয়েছে। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওই সংবাদপত্র আরও জানিয়েছে যে, এই পদক্ষেপগুলি সতর্কতামূলক এবং আঞ্চলিক উত্তেজনার সময় জাতীয় আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।</p> <p>বৈসরনে হত্য়ালীলার বদলা নিতে সেনার হাত খুলে দিয়েছেন নরেন্দ্র মোদি। কাঁপছে পাকিস্তান। প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক এবং তারপরে বালাকোটে এয়ার স্ট্রাইকের অভিজ্ঞতা থাকা পাকিস্তান আঁচ করতে পারছে যে বদলা নেওয়ার জন্য ফুটছে ভারত! ভয় এতটাই যে, মঙ্গলবার গভীর রাতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, "আমরা বিশ্বাসযোগ্য গোয়েন্দা-তথ্য পেয়েছি যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক পদক্ষেপ করার পরিকল্পনা করছে। ভারত যদি এমন কোনও পদক্ষেপ করে, তবে পূর্ণ শক্তি নিয়ে তার জবাব দেওয়া হবে।" প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হতেই কার্যত কাঁপছে পাকিস্তান।</p> <p>দেশজুড়ে এখন প্রশ্ন একটাই কবে পাকিস্তানের ওপর আঘাত হানবে মোদি সরকার ? পাক অধিকৃত কাশ্মীর কি পুনরুদ্ধারের পথে হাঁটবে তারা ? সেনা সূত্রে খবর, সংঘর্ষবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় বিনা প্ররোচনায় লাগাতার গোলাবর্ষণের প্রতিবাদ করে, পাকিস্তান সেনাবাহিনীর DGMO-কে কড়া বার্তা দিয়েছেন ভারতীয় সেনার DGMO।</p> <p>এদিকে ভারত-পাকিস্তান সংঘাতের মধ্য়েই এদিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুইতেরেজ।</p>

from india https://ift.tt/AXdbBJi
via IFTTT

Post a Comment

0 Comments

Bangladesh Unrest: 'I have a plan..', বাংলাদেশে ফিরেই বিস্ফোরক খালেদা পুত্র, ভারতকে নিয়ে পরিকল্পনা ?