<p><strong>প্রসেনজিৎ সাহা :</strong> হাত অচল, কথা বলতেও জড়তা। কিন্তু পড়াশোনার প্রতি অগাধ ভালবাসা তাঁর। সেই সঙ্গে ছিল মনের জোর। পা দিয়ে শুরু করে লেখার চেষ্টা। আর সেই চেষ্টায় ভর করেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বিশেষ ভাবে সক্ষম রোমিও রাঙ্খল। বাবা হরিরাম রাঙ্খল পেশায় অটো চালক। তাঁর মা নমিকা রাঙ্খল। হরিরাম এবং নমিকার দ্বিতীয় সন্তান রোমিও। ধলাই জেলার আমবাসা কমলাছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রোমিও। শারীরিক বাধাবিপত্তি কাটিয়ে মনের জোরে মাধ্যমিক দিয়েছিলেন রোমিও। সফল ভাবেই উত্তীর্ণও হয়েছেন সেই পরীক্ষায়। রোমিওর এই সাফল্যে খুশি তাঁর পরিবার। উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষও। শারীরিক সমস্যা যে পড়াশোনায় বাধ সাধতে পারেনি, মনের জোরই যে জীবনে জিতে যাওয়ার অন্যতম চাবিকাঠি, তা আবারও প্রমাণ করেছেন রোমিও রাঙ্খল। বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ <a title="মাধ্যমিক পরীক্ষা" href="https://ift.tt/Vg5RlZ3" data-type="interlinkingkeywords">মাধ্যমিক পরীক্ষা</a>র ফলাফল প্রকাশ হযয়েছে। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী ঘোষণা করেন, এ বছরের ফলাফল। উচ্চমাধ্যমিকে পাশের হার ৭৯.২৯% এবং <a title="মাধ্যমিক" href="https://ift.tt/FJL2mR0" data-type="interlinkingkeywords">মাধ্যমিক</a>ে ৮৬.৫৩%। </p> <p>অন্যদিকে বুধবার প্রকাশিত হয়েছে আইসিএসই এবং আইএসসি- র ফলাফল। ICSE দশমে পাসের হার ৯৯.০৯%, ISC দ্বাদশে পাসের হার ৯৯.০২%, ICSE ও ISC-তে ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা। আইএসসি- তে ১০০ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সৃজনী। পদবী ব্যবহার করেন না তিনি। রানিকুঠীর বাসিন্দা সৃজনী ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্রী। ইংরেজি, ফিজিক্স, অঙ্ক, কেমিস্ট্রি - সমস্ত বিষয়েই ১০০- তে ১০০ পেয়েছেন তিনি। এই দুর্দান্ত রেজাল্টের রহস্য কী? এটা কীভাবে সম্ভব? সৃজনী বলছেন, 'হার্ডওয়ার্ক। সারা বছর সিরিয়াসলি পড়াশোনা করতে হয়। তবে ১০০ রেজাল্টটা আমিও ভাবতে পারিনি।' ISC, ICSE-ভারত সেরা ২ বঙ্গ কন্যা। ১০০% নম্বর পেল ISC-র সৃজনী। ১০০% নম্বর পেল ICSE-র দেবত্রী মজুমদার। DPS মেগাসিটির ছাত্রী দেবত্রী মজুমদার। ফিউচার ফাউন্ডেশনের ছাত্রী সৃজনী। ISC-তে ৯৯.৭৫% নম্বর পেয়েছেন মর্ডান হাইস্কুলের কৃত্তিকা চক্রবর্তী। আইসিএসই পরীক্ষায় ৯৯.৮ শতাংশ নম্বর পেয়েছেন সেন্ট জেমস স্কুলের ছাত্র শ্রেষ্ঠ চাঁদগোতিয়া। অঙ্ক আর ইংরেজি ছাড়া সবেতেই পেয়েছেন ১০০। অঙ্কে পেয়েছেন ৯৮, আর ইংরেজিতে পেয়েছেন ৯৭। আইএসসি- তে হেরিটেজ স্কুলের দিব্যাংশ গর্গ পেয়েছেন ৯৯.৮ শতাংশ নম্বর। দিব্যাংশ জানিয়েছেন, ক্লাস ইলেভেন থেকেই তাঁর লক্ষ্য ছিল ভারতে টপার হওয়ার। </p>
from india https://ift.tt/wpxPsKy
via IFTTT
0 Comments