Delhi News: দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৪ তলা বাড়ি, মৃত ৪; ভয়ঙ্কর ঘটনা ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

<p><strong>Building Collapses: </strong>শনিবার সকালেই ভয়ঙ্কর দুর্ঘটনা। দিল্লির মুস্তাফাবাদে চারতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন আরও অনেকে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকার (Delhi News) মানুষদের মধ্যেও। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং দিল্লি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে (Building Collapsed) উপস্থিত হন এবং উদ্ধারকার্য শুরু করেন, আধিকারিকদের তরফে এমনটাই জানা গিয়েছে।</p> <p>সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই চারতলা বাড়ি ভেঙে পড়ার গোটা মুহূর্তটি। ভয়ানক মুহূর্ত। ইংরেজি 'এল' আকৃতির এই চারতলা বাড়িটি হঠাৎ করেই শনিবার ১৯ এপ্রিল সকালে ভেঙে পড়ে। এএনআই সংবাদমাধ্যমের শেয়ার করা আরেকটি ভিডিয়োতে দেখা যায় স্থানীয় মানুষরা ছুটে এসেছেন, উদ্ধারকারী দলের সঙ্গে তারা সাহায্য করছেন আটকে থাকা মানুষদের উদ্ধার করতে। বাড়ি ভেঙে পড়ার দরুণ ভগ্নাবশেষ সরিয়ে এলাকা পরিস্কার করতেও সহায়তা করছেন তারা।</p> <p>[tw]https://twitter.com/ians_india/status/1913408544608800993[/tw]</p> <p>ডিভিশনাল ফায়ার অফিসার রাজেন্দ্র অটওয়াল জানিয়েছেন এই বাড়ি ভেঙে পড়া নিয়ে তাঁর কাছে শুক্রবার রাত ২ টো ৪৫ নাগাদ ফোন আসে। আর এই ফোন পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় উদ্ধারকারী দল। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'রাত ২ টো ৫০ নাগাদ আমার কাছে একটি ফোন আসে যে বাড়ি এমন একটি ভেঙে পড়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছাই, দেখতে পাই গোটা চারতলা বাড়িটিই ধূলিসাৎ হয়ে গিয়েছে, ভগ্নাবশেষের নিচে আটকে পড়েছেন মানুষজন। এনডিআরএফ এবং দিল্লি পুলিশের সহায়তায় মানুষদেরকে উদ্ধার করা শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গেই'।</p> <p>সিনিয়র পুলিশ অফিসার সন্দীপ লাম্বা জানিয়েছেন, 'ইতিমধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে, ৪ জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন। ৮-১০ জন মানুষ এখনও আতঙ্কের মধ্যে আটকে রয়েছেন ভগ্নাবশেষের নিচে।' তবে ঠিক কী কারণে এই বাড়িটি হঠাৎ ভেঙে পড়ল তা অনুসন্ধান করে দেখছে দিল্লি পুলিশের টিম। আহতদের নিকটবর্তী জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।</p> <p>[tw]https://twitter.com/ANI/status/1913397483784511783[/tw]</p> <p>দিল্লিতে গতকাল শুক্রবার রাতে একটা অংশে ব্যাপক বৃষ্টি, বজ্রপাত এবং প্রবল বায়ুপ্রবাহ দেখা গিয়েছিল আর এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই ধসে পড়ে মুস্তাফাবাদের এই চারতলা বাড়িটি। এর আগে গত সপ্তাহেও দিল্লির মধুবিহারে প্রবল ঝড়ের কারণে একটি নির্মীয়মান বাড়ির দেওয়াল ভেঙে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল এবং দুজন গুরুতর আহত হয়েছিলেন। শনিবার আরেকটি ঘটনা ঘটে উত্তরপ্রদেশে। মীরাটে ঝড়ের কারণে বাড়ি ভেঙে পড়ে একটি পরিবারের ৫ সদস্যের মৃত্যু হয়েছে। &nbsp;</p> <p>[tw]https://twitter.com/ANI/status/1913408831281086464[/tw]</p>

from india https://ift.tt/fCikL5u
via IFTTT

Post a Comment

0 Comments