<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> মেয়ের বিয়ের ১০ দিন আগে হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে যান মহিলা। মেয়ের জন্য় কেনা গয়না, নগদ টাকা নিয়েই সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশ থেকে আরও এক বেনজির ঘটনা সামনে এল। সেখানে এক মহিলা মেয়ের শ্বশুরের সঙ্গে পালিয়ে গিয়েছেন বলে জানা গেল। ওই মহিলার পরিবারই সংবাদমাধ্য়মকে গোটা ঘটনা জানিয়েছেন। (Viral News)</span></p> <p><span style="font-weight: 400;">উত্তরপ্রদেশের বদায়ুঁ থেকে এই ঘটনা সামনে এসেছে। ওই মহিলাকে মমতা বলে উল্লেখ করেছে স্থানীয় সংবাদমাধ্যম। বড় মেয়ের শ্বশুর শৈলেন্দ্র ওরফে বিল্লুর সঙ্গে তিনি পালিয়ে গিয়েছেন বলে খবর। মমতার স্বামী সুনীল কুমার এ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। জানিয়েছেন, কর্মসূত্রে বাইরেই থাকতে হয় তাঁকে। মাসে দু’বারই বাড়ি আসতেন। তাঁর অনুপস্থিতিতে বাড়িতে আনাগোনা শুরু হয় বড় মেয়ের শ্বশুরের। (Uttar Pradesh News)</span></p> <p><span style="font-weight: 400;">সুনীল জানিয়েছেন, তাঁর অনুপস্থিতিতে বড় মেয়ের শ্বশুরের আনাগোনা শুরু হয় বাড়িতে। মমতাই তাঁকে বাড়িতে ডাকতেন। মমতার ছেলে জানিয়েছেন, দিদির শ্বশুর বাড়িতে এলে তাঁকে অন্য ঘরে পাঠিয়ে দেওয়া হতো। পরিবারের তরফে বাধা আসতে পারে হয়ত আঁচ করেছিলেন, আর সেই জন্যই হয়ত শৈলেন্দ্র ও মমতা পালিয়ে গিয়েছেন বলে মনে করছেন আশেপাশের সকলে।</span></p> <p><span style="font-weight: 400;">৪৩ বছর বয়সি মমতা চার সন্তানের মা। বড় মেয়ের বিয়ে হয় ২০২২ সালে। সেই মেয়ের শ্বশুর শৈলেন্দ্রর বয়স ৪৬ বছর। সময়ের সঙ্গে মমতা এবং শৈলেন্দ্রর মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গিয়েছে। </span></p> <p><span style="font-weight: 400;">মমতার স্বামী সুনীল জানিয়েছেন, তিনি ট্রাক চালান। বাইরে বাইরেই কাটে তাঁর। কিন্তু বাড়িতে নিয়মিত টাকা পাঠাতেন। সুনীলের বক্তব্য, “মাসে একবার, দু’বারই বাড়ি আসতাম। টাকা পাঠাতাম নিয়মিত। কিন্তু মমতা বেয়াইকে বাড়িতে ডাকত। ওদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। টাকা, গয়না নিয়ে ওঁর সঙ্গেই পালিয়ে গিয়েছে মমতা।”</span></p> <p><span style="font-weight: 400;">মমতার ছেলে সচিন বলেন, “তিন দিন অন্তর অন্তর ওঁকে (শৈলেন্দ্রকে) বাড়িতে ডাকত মা। আমাদের অন্য ঘরে পাঠিয়ে দিত। টেম্পোয় চেপে ওঁর সঙ্গেই পালিয়ে গিয়েছে মা।” প্রতিবেশী অওধেশ কুমারও মমতা এবং শৈলেন্দ্রর মধ্যে সম্পর্কের কথা জানিয়েছেন। আত্মীয় বলে প্রথমে কেউ মাথায় ঘামায়নি, কিন্তু দিনে দিনে সন্দেহ বাড়ে বলে জানান তিনি। </span></p> <p><span style="font-weight: 400;">স্থানীয় থানায় শৈলেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সুনীল। সার্কল অফিসার কেকে তিওয়ারি জানিয়েছেন, বেয়াইয়ের সঙ্গে এক মহিলা পালিয়েছেন বলে অভিযোগ জমা পড়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। </span></p>
from india https://ift.tt/gwfUC1D
via IFTTT
0 Comments